ভারতের প্রধান বিচারপতি হতে চলেছেন আলতামাস কবীর

ভারতের ৩৯তম প্রধান বিচারপতি হচ্ছেন আলতামাস কবীর। আগামী ২৯ সেপ্টেম্বর নতুন পদে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। বর্তমান প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়ার স্থলাভিষিক্ত হবেন আলতামাস কবীর।

Updated By: Sep 14, 2012, 10:16 AM IST

ভারতের ৩৯তম প্রধান বিচারপতি হচ্ছেন আলতামাস কবীর। আগামী ২৯ সেপ্টেম্বর নতুন পদে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। বর্তমান প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়ার স্থলাভিষিক্ত হবেন আলতামাস কবীর।
১৯৪৮ সালের ১৯ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন আলতামাস কবীর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৭৩ সালের পয়লা অগাস্ট কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন কবীর। ১৭ বছর পর ১৯৯০-এর ৬ অগাস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে উন্নীত হন। এরপর ২০০৫-এর ১১ জানিয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কার্যভার গ্রহণ করেন কবীর।
ওই বছরেরই মার্চ মাসে প্রথমে ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারপতি এবং পরে ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি পদে মনোনীত হন। ২০১০ সালের ১৪ জানিয়ারি ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির এক্সকিউটিভ চেয়ারম্যানের পদে নিযুক্ত হন কবীর।
কলকাতা হাইকোর্ট এবং সিটি সিভিল কোর্টের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কবীরের।

.