‌মাদ্রাসায় জাতীয় সংগীত গাওয়া নিয়ে ‌যোগী সরকারের পাশে হাইকোর্ট

Updated By: Oct 4, 2017, 10:07 PM IST
‌মাদ্রাসায় জাতীয় সংগীত গাওয়া নিয়ে ‌যোগী সরকারের পাশে হাইকোর্ট

ওয়েব ডেস্ক: মাদ্রাসায় জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক। ‌যোগী আদিত্যনাথ সরকারের পাশে দাঁড়িয়ে জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট।

স্বাধীনতা দিবসের আগে একটি নির্দেশিকা জারি করেছিল উত্তরপ্রদেশ সরকার। প্রতিটি মাদ্রাসায় জাতীয় সংগীত গাওয়া এবং জাতীয় পতাকা তোলা বাধ্যতামূলক বলে নির্দেশিকায় জানানো হয়েছিল। ভিডিও তোলার নির্দেশও দিয়েছিল ‌যোগী সরকার। যোগী সরকারের এই নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধীরা। তবে আদালত রাজ্য সরকারের পাশেই দাঁড়াল।

সরকারের এই নির্দেশ বাতিলের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলাটি খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের দাবি, দারুল উল নাদওয়াতুল উলেমা মাদ্রাসা উত্তরপ্রদেশ সরকারের নির্দেশ মানেনি। তারা 'জনগণমন'-র পরিবর্তে 'সারে জাঁহা সে আচ্ছা' গেয়েছিল। সংস্থাটির দাবি, জাতীয় সংগীতে সিন্ধ কথাটি রয়েছে। ‌যেটি এখন পাকিস্তানের অংশ। এটা বাদ দিলেই তারা জাতীয় সংগীত গাইতে রাজি।

আরও পড়ুন, হতাশা না ছড়ালে কিছু লোকের রাতে ঘুম আসে না, বিরোধীদের খোঁচা মোদীর

 

.