আজ কেন্দ্রের ডাকে সর্বদল

বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির সমর্থন পেতে আজ সর্বদল বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্র। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য খাদ্য সুরক্ষা বিল। ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে কয়েকটি রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষাবাদ। এই বিষয়টিকে মাথায় রেখেও সর্বদল বৈঠকে খাদ্য সুরক্ষা বিল নিয়ে আলোচনা হতে পারে।

Updated By: Aug 13, 2013, 09:25 AM IST

বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির সমর্থন পেতে আজ সর্বদল বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্র। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য খাদ্য সুরক্ষা বিল। ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে কয়েকটি রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষাবাদ। এই বিষয়টিকে মাথায় রেখেও সর্বদল বৈঠকে খাদ্য সুরক্ষা বিল নিয়ে আলোচনা হতে পারে।
বিজেপি নেতা গোপিনাথ মুণ্ডের বক্তব্য, তাঁরা খাদ্য সুরক্ষা বিলে কয়েকটি সংশোধনী আনার প্রস্তাব দিতে পারেন। ইতিমধ্যেই বিভিন্ন ইস্যুতে ঘরে-বাইরে চাপের মুখে কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, চাপ কাটাতে খাদ্য সুরক্ষা এবং আরটিআই সংশোধনী বিলকেই হাতিয়ার করতে চাইছেন সোনিয়া-মনমোহন।
জাতীয় খাদ্য নিরাপত্তা বিল ২০১৩ বলা হয়েছে, দেশের প্রায় আশি কোটি মানুষ প্রতি মাসে এক থেকে তিন টাকা কেজি দরে পাঁচ কেজি খাদ্যশস্য পাবেন। এ ছাড়া তিন বছর ধরে তাঁদের তিন টাকা কেজি দরে চাল, দু`টাকা কেজি দরে গম ও এক টাকা কেজি দরে শস্যবীজ দেওয়া হবে।

.