জেল খাটা সাংসদ, বিধায়ক! বাতিল রিভিউ পিটিশন

দু`বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত সাংসদ, বিধায়কদের সদস্যপদ খারিজ হয়ে যাবে এবং গ্রেফতার হওয়া ব্যক্তিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সুপ্রিম কোর্টের এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য গতকাল শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করল কেন্দ্র।

Updated By: Aug 13, 2013, 09:05 AM IST

দু`বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত সাংসদ, বিধায়কদের সদস্যপদ খারিজ হয়ে যাবে এবং গ্রেফতার হওয়া ব্যক্তিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সুপ্রিম কোর্টের এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য গতকাল শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করল কেন্দ্র।
কেন্দ্রের যুক্তি, সংসদ এবং প্রশাসনকে বিরূপ প্রভাব থেকে রক্ষা করতে দোষী ব্যক্তিদের উচ্চ আদালতে আবেদন করার সুযোগ রাখা উচিত। যেহেতু ভারতীয় বিচার ব্যবস্থায় অভিযুক্তের মুক্তি পাওয়ার হার অত্যন্ত বেশি, তাই উচ্চ আদালতে আবেদন জানানোর সুযোগ থাকা উচিত বলে সওয়াল করেন সরকারি কৌঁসুলি।

.