WATCH | Delhi Pollution: বায়ু দূষণের মাত্রা ১০০০ পেরনোর খুশিতে, ফাটল বাজি! গুরগাঁওতে অদ্ভুত কাণ্ড...

WATCH | Delhi Pollution: কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে রয়েছে অন্য কারণ। সেন্টার ফর রিসার্চ অ্য়ান্ড ক্লিন এয়ার বা সিআরইএ-র সমীক্ষা অনুযায়ী দিল্লি এনসিআর এলাকায় তাপ বিদ্যুত্  কেন্দ্রগুলি যে দূষণ ছড়ায় তা চাষিদের খড় পোড়ানোর থেকে ১৬ গুন বেশি।

Updated By: Nov 20, 2024, 07:52 PM IST
WATCH | Delhi Pollution: বায়ু দূষণের মাত্রা ১০০০ পেরনোর খুশিতে, ফাটল বাজি! গুরগাঁওতে অদ্ভুত কাণ্ড...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির বর্তমান অবস্থা সম্পর্কে এখন সবাই অবগত। বহুদিন ধরেই ধোঁয়াশায় ঢেকে আছে দেশের রাজধানী। বন্ধ হয়েছে স্কুল। কোথাও হাজার তো হাজার পার। অবস্থা এত খারাপ আপনি যদি সিগারেটও না খান দাঁড়িয়ে থাকলে কেবল ঘণ্টায় ৮টি সিগারেট খাওয়ার সমান হবে। কিন্তু রাজধানীর এই ভয়ংকর দুষণের কারণ কী? প্রায়শই শোনা যায় দিল্লি দূষণের মূল কারণ পঞ্জাব ও হরিয়ানার চাষিদের খড় পোড়ানো। 

AQI is 999 and people are bursting crackers in Gurgaon?! What even is happening rn
u/Fluffy-Diver241 gurgaon

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে রয়েছে অন্য কারণ। সেন্টার ফর রিসার্চ অ্য়ান্ড ক্লিন এয়ার বা সিআরইএ-র সমীক্ষা অনুযায়ী দিল্লি এনসিআর এলাকায় তাপ বিদ্যুত্  কেন্দ্রগুলি যে দূষণ ছড়ায় তা চাষিদের খড় পোড়ানোর থেকে ১৬ গুন বেশি। চাষিদের ৮৯০ লাখ টন খড় পোড়ানোর ফলে ১৭.৮ কিলোটন দূষণ ছড়ায়। ২০২২ সালের জুন মাস থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত দিল্লি এনসিআরের তাপবিদ্যুত্ কেন্দ্রগুলি ২৮১ কিলোটন সালফার ডাই অক্সাইড তৈরি করেছে।

আরও পড়ুন: Tamil Nadu: বিয়ের প্রস্তাব রাজি নয় শিক্ষিকা! রাগে স্কুলের ভিতর ঢুকে ভয়ংকর কাণ্ড ঘটাল...

এই আবহে ভাইরাল হয়েছে এক অদ্ভুত ভিডিও। যেখানে একটা বরযাত্রী রাস্তায় যেতে যেতে বাজি ফাটাচ্ছে। একেই চারিদিকে ধোঁয়াশায় ঢেকে রয়েছে চারিদিক। বারবার সতর্ক করা সত্ত্বেও সাধারণ মানুষ মানতেই চাইছেন না। নেটপাড়ায় ভাইরাল সেই ভিডিও। যদিও নেটিজেনদের মতে, 'কেউ কোনকিছুই করছে না পরিবেশ দূষণের জন্য। মানুষ সাধারণত জীবনে একবারই বিয়ে করে, কেন তাঁরা অন্যের কথা ভেবে নিজেদের খুশি নষ্ট করবে? সমাজের নাগরিক হিসেবে আমরা সবাই হেরে গিয়েছি। জ্ঞান না দিয়ে মানুষকে এই ছোট জীবনটিকে মজা করতে দিন। কারণ এই হাওয়া নিঃশ্বাসের সঙ্গে গেলে মানুষ এমনিও বেশিদিন বাঁচবে না।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.