এয়ার ইন্ডিয়ার বিমানে এবার মহিলা যাত্রীদের জন্য থাকছে সংরক্ষিত আসন

বিমানে এবার আসন সংরক্ষণ থাকবে মহিলা ‌যাত্রীদের জন্য। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এমনই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে আগামী ১৮ জানুয়ারি থেকে তাদের প্রতিটি ডোমেস্টিক ফ্লাইটে মহিলা ‌যাত্রীদের জন্য ৬টি করে আসন সংরক্ষিত থাকবে। এতদিন পর্যন্ত ট্রেনে এই সংরক্ষণ ব্যবস্থা ছিল।

Updated By: Jan 12, 2017, 09:21 PM IST
এয়ার ইন্ডিয়ার বিমানে এবার মহিলা যাত্রীদের জন্য থাকছে সংরক্ষিত আসন

ওয়েব ডেস্ক : বিমানে এবার আসন সংরক্ষণ থাকবে মহিলা ‌যাত্রীদের জন্য। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এমনই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে আগামী ১৮ জানুয়ারি থেকে তাদের প্রতিটি ডোমেস্টিক ফ্লাইটে মহিলা ‌যাত্রীদের জন্য ৬টি করে আসন সংরক্ষিত থাকবে। এতদিন পর্যন্ত ট্রেনে এই সংরক্ষণ ব্যবস্থা ছিল।

আরও পড়ুন- শৈত্যপ্রবাহ চলতে থাকায় উত্তর ভারতজুড়ে ঘন কুয়াশা

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের আসনের তৃতীয় সারিতে ৬টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হচ্ছে। বহু মহিলা একাই বিমানে সফর করেন। তদের কথা ভেবেই এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি প্লেনে এক মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। তারপরই এই সিদ্ধান্ত নেয় এয়ার ইন্ডিয়া।

.