Rajya Sabha polls: মহারাষ্ট্রে কংগ্রেস প্রার্থী ইমরান প্রতাপগড়িকে ভোট দেবেন এআইএমআইএম বিধায়করা!
কয়েকদিন আগে, এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি দাবি করেন মহারাষ্ট্রের ক্ষমতাসীন মহা বিকাশ আগাড়ির পক্ষ থেকে কেউ ছয়টি রাজ্যসভা আসনের আসন্ন নির্বাচনে সমর্থনের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেনি। ওয়াইসি নান্দেড়ে সাংবাদিকদের বলেন, "তারা যদি আমাদের সমর্থন চায়, তাহলে তাদের উচিত আমাদের সঙ্গে যোগাযোগ করা।"
নিজস্ব প্রতিবেদনঃ মহারাষ্ট্র থেকে রাজ্যসভা নির্বাচনে নতুন নাটক। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থীকে পরাজিত করার জন্য, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) ভোট দেবে তাদের বিপক্ষে। মহা বিকাশ আগাড়ি (এমভিএ) প্রার্থীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তাদের দাবি এখানে সাতজন প্রার্থী রয়েছেন। ছয়টি আসনের জন্য লড়াই। ২৮৮ সদস্যের মহারাষ্ট্র বিধানসভায় AIMIM-এর দুইজন সদস্য রয়েছে।
AIMIM-এর মহারাষ্ট্র ইউনিটের সভাপতি এবং ঔরঙ্গাবাদের সাংসদ, ইমতিয়াজ জলিল, ভোটের কয়েক ঘণ্টা আগে দলের সিদ্ধান্তের বিষয়ে টুইট করেছেন। তিনই জানিয়েছেন “বিজেপিকে পরাজিত করতে, আমাদের দল AIMIM মহারাষ্ট্রের রাজ্যসভা নির্বাচনে মহা বিকাশ আগাড়ি (MVA) কে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ আমাদের দুজন AIMIM বিধায়কদেরকে কংগ্রেস প্রার্থী ইমরান প্রতাপগড়িকে ভোট দিতে বলা হয়েছে।”
To defeat BJP, our party AIMIM has decided to vote for Maha Vikas Aghadi (MVA) in the Rajya Sabha elections in Maharashtra. Our 2 AIMIM Maharashtra MLAs have been asked to vote for the Congress candidate Imran Pratapgarhi: Imtiaz Jaleel, AIMIM Maharashtra president pic.twitter.com/avKeuj88dG
— ANI (@ANI) June 10, 2022
কয়েকদিন আগে, এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি দাবি করেন মহারাষ্ট্রের ক্ষমতাসীন মহা বিকাশ আগাড়ির পক্ষ থেকে কেউ ছয়টি রাজ্যসভা আসনের আসন্ন নির্বাচনে সমর্থনের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেনি। ওয়াইসি নান্দেড়ে সাংবাদিকদের বলেন, "তারা যদি আমাদের সমর্থন চায়, তাহলে তাদের উচিত আমাদের সঙ্গে যোগাযোগ করা।"
আরও পড়ুন: India's First Sologamy: নিজেকেই বিয়ে করলেন গুজরাটের এই তরুণী! যাবেন মধুচন্দ্রিমাতেও
এনসিপি প্রধান শরদ পাওয়ার, কংগ্রেসের সাধারণ সম্পাদক মল্লিকার্জুন খার্গে, বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার নিজের দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং নির্বাচনের কৌশল চূড়ান্ত করেছেন। শুক্রবারের ভোটের আগে, কংগ্রেস নেতা বালাসাহেব থোরাট জানিয়েছেন, "মহা বিকাশ আগাড়ির চারজন প্রার্থীই প্রথম পছন্দের ভোটে জয়ী হবেন।"