বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটে AIIMS-র নার্সরা, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কেন্দ্রের
এনিয়ে এইমস ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলেন, 'দেশের এরকম এক পরিস্থিতিতে নার্সদের ধর্মঘট দুর্ভাগ্যজনক
নিজস্ব প্রতিবেদন: সোমবার সন্ধে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন AIIMS এক নার্সরা। ফলে বিপাকে পড়তে চলেছে দেশের অন্যতম সেরা হাসপাতালটি। ধর্মঘটি নার্সদের কাজে ফিরতে অনুরোধ করেছেন এইমসের ডিরেক্টর ডা রণদীপ গুলেরিয়া।
মোট ২৩ দফা দাবি রয়েছে নার্সদের। এর মধ্যে অন্যতম প্রধান দাবি, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। বেতন বাড়়াতে হবে।
আরও পড়ুন-আসানসোলের মানুষের জন্য দরকারে চেয়ার ছাড়তে রাজি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য জিতেন্দ্রর
Delhi: Nurses of AIIMS gather at the hospital premises after AIIMS Nurses Union announced an indefinite strike from today. https://t.co/IuOW2o1n8j pic.twitter.com/yjC2Rl37Lu
— ANI (@ANI) December 14, 2020
এনিয়ে এইমস ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলেন, 'দেশের এরকম এক পরিস্থিতিতে নার্সদের ধর্মঘট দুর্ভাগ্যজনক। আর কিছুদিনের মধ্যেই বাজারে করোনার ভ্যাকসিন চলে আসবে। নার্সদের কাছে আমার আবেদন, কাজে ফিরুন। এই অতিমারী থেকে রক্ষা পেতে সাহায্য করুন।'
It's unfortunate the union has gone on a strike now, only a few months from when a vaccine will provide the solution. I appeal to all nurses & nursing officers to not go on strike & come back & work and help us get through the pandemic: Dr Randeep Guleria, Director, AIIMS Delhi https://t.co/IuOW2o1n8j pic.twitter.com/F6CQFF97TI
— ANI (@ANI) December 14, 2020
গুলেরিয়া আরও বলেন, 'নার্সদের দাবি নিয়ে তাঁদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। এইমস কর্তৃপক্ষ শুধু নয়, সরকারও আশ্বাস দিয়েছে তাঁদের বেতন বাড়ানোর বিষয়টি বিবেচনা করে দেখা হবে। তার পরও এমন একটা সময়ে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন ঠিক নয়।'
আরও পড়ুন-'সবটা মিথ্যে, ১ শতাংশ কাজ,' তৃণমূলের রিপোর্ট কার্ডের পাল্টা বিজেপির ফেল কার্ড!
এদিকে, ধর্মঘটি নার্সদের হুঁশিয়ারি দিল কেন্দ্র। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্য়াক্ট ও আদালতের নির্দেশের কথা উল্লেখ করে সরকারের তরফে সাফ বলে দেওয়া হয়েছে, ধর্মঘট প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।