সংসদে পাশ এইচআইভি-এইডস বিল

আজ লোকসভায় পাশ হল "এইচআইভি-এইডস (প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল) বিল ২০১৭"। এইচআইভি আক্রান্ত বা এইডস রোগীদের অধিকার এবার আগের থেকে আরও পোক্ত হল এই বিলের মাধ্যমে, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। আসুন, জেনে নেওয়া যাক এই বিলের গুরুত্বপূর্ণ অংশগুলি-

Updated By: Apr 12, 2017, 03:01 PM IST
সংসদে পাশ এইচআইভি-এইডস বিল

ওয়েব জেস্ক: আজ লোকসভায় পাশ হল "এইচআইভি-এইডস (প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল) বিল ২০১৭"। এইচআইভি আক্রান্ত বা এইডস রোগীদের অধিকার এবার আগের থেকে আরও পোক্ত হল এই বিলের মাধ্যমে, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। আসুন, জেনে নেওয়া যাক এই বিলের গুরুত্বপূর্ণ অংশগুলি-

  • এই বিলে চিকিত্‍সা, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া এবং চাকরির ক্ষেত্রে এইচআইভি বা এইডস আক্রান্তদের সমানাধিকারের কথা জোর দিয়ে বলা হয়েছে।
  • যদি কোনও ব্যক্তি এইসব ক্ষেত্রে রোগাক্রান্তদের সমানাধিকার না প্রদান করে বা বাধা সৃষ্টি করে, সেক্ষেত্রে তাকে শাস্তি পেতে হবে।
  • এই বিলটিকে "রোগী কেন্দ্রিক ও আধুনিক" বলে উল্লেখ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা জানিয়েছেন যে, এইচআইভি-এইডস আক্রান্তদের বিনামূল্যে চিকিত্‍সা দিতে সরকার খুব শীঘ্রই নতুন পরীক্ষা ও চিকিত্‍সা ব্যবস্থা নিয়ে আসছে।
  • আজ পাশ হওয়া এই বিলে এইচআইভি পজেটিভ ব্যক্তিদের সম্পত্তির অধিকারকেও রক্ষা করা হয়েছে।
  • রোগীর অনুমতি ছাড়া তাঁর কোনও প্রকার পরীক্ষা, চিকিত্‍সা এবং তাঁকে নিয়ে গবেষণা করা যাবে না, বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে বিলে।
  • কোনও রোগী যদি তাঁর রোগের কথা গোপন রাখতে চায়, সেক্ষেত্রেও পূর্ণ অধিকার দিচ্ছে এই বিল। (আরও পড়ুন-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'খুনের ফতোয়া'! উত্তাল হল সংসদ)
.