২০২৩ সালেই ভারতের মাটিতে ছুটবে বুলেট ট্রেন

১৯৬৫ সাল থেকে জাপানে বুলেট ট্রেন চলছে। অথচ, এখনও পর্যন্ত সেখানে কোনও দুর্ঘটনা ঘটেনি।

Updated By: Apr 13, 2018, 08:41 PM IST
২০২৩ সালেই ভারতের মাটিতে ছুটবে বুলেট ট্রেন
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন : ২০২৩ সালেই মুম্বই-আমদাবাদ রুটে ছুটবে এই বুলেট ট্রেন। তবে তার আগেই ২০২২-এর ১৫ অগাস্ট চালু হবে ৫০০ কিলোমিটারের এই রুটের কিছুটা অংশে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। শুক্রবার একথা বলেন, রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বনি লোহানি।

গত বছর ১৪ সেপ্টেম্বর সবরমতীতে বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস হয়। শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ৫০৮ কিলোমিটারের এই রেলপথ তৈরি করতে খরচ হবে ১.১০ লক্ষ কোটি টাকা। তার মধ্যে ৮৮ হাজার কোটি টাকা স্বল্প সুদে ঋণ দিচ্ছে জাপান।

আরও পড়ুন- পথ দুর্ঘটনায় মৃত্যু ইশরাত জাহাঁ হত্যা মামলার মূল অভিযোগকারীর

শুক্রবার একটি অনুষ্ঠানে লোহানি বলেন, আমরা এই প্রকল্পটি গড়ে তুলতে জাপানি প্রযুক্তি ব্যবহার করছি। ফলে আশা করছি কোনও ঝুঁকি ছাড়াই প্রায় ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতিতে ট্রেন চালাতে পারব সেখানে। বলে রাখি, ১৯৬৫ সাল থেকে জাপানে চলছে বুলেট ট্রেন। অথচ, এখনও পর্যন্ত সেখানে কোনও দুর্ঘটনা ঘটেনি।

৫০৮ কিলোমিটারের এই যাত্রাপথে থাকবে ১২টি স্টেশন। তারমধ্যে ৪টি স্টেশন হবে মহারাষ্ট্রে।

.