ভারতের প্রথম 'ওয়ার্ল্ড হেরিটেজ' শহরের স্বীকৃতি পেল আমেদাবাদ

ওয়েব ডেস্ক :  ভারতের প্রথম 'ওয়ার্ল্ড হেরিটেজ' শহর হিসেবে স্বীকৃতি পেল আমেদাবাদ। দৌড়ে ছিল দেশের প্রশাসনিক রাজধানী দিল্লি ও অর্থনৈতিক রাজধানী মুম্বই-ও। তবে সবাইকে পিছনে ফেলে শিরোপা পেল আমেদাবাদ।

শনিবার পোল্যান্ডের ক্রাকোউতে UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির তরফে সরকারিভাবে আমেদাবাদের নাম ঘোষণা করা হয়। কমপক্ষে ২০টি দেশ আমেদাবদের পক্ষে ভোট দেয়। আমেদাবাদ শহরের স্থাপত্য ও ধর্মীয় সহবস্থানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়।

ইতিহাস প্রসিদ্ধ এই শহরে ৩৬টি স্থাপত্যশৈলী আছে, যেগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এছাড়াও আছে প্রায় শতাধিক 'কলোনি', যেগুলির বিশেষত্বই হল প্রাচীন স্থাপত্য। এক-একটি কলোনিতে এক-এক সম্প্রদায়ের বাস।

ভারতের বিভিন্ন শহরের মধ্যে তুল্যমূল্য বিচারের পর প্রাথমিকভাবে তিনটি শহরের নাম ঠিক হয়। দিল্লি, মুম্বই ও আমেদাবাদ। কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রক জানুয়ারি, ২০১৬-র ওয়ার্ল্ড হেরিটেজ শহর হিসেবে মনোনীত করে আমেদাবাদকেই।

আরও পড়ুন, 'GST রেট ফাইন্ডার অ্যাপ'-এই এবার দেখে নিন কীসের দাম কত

English Title: 
Ahamedabad bags India's first world heritage city title
News Source: 
Home Title: 

ভারতের প্রথম 'ওয়ার্ল্ড হেরিটেজ' শহরের স্বীকৃতি পেল আমেদাবাদ

ভারতের প্রথম 'ওয়ার্ল্ড হেরিটেজ' শহরের স্বীকৃতি পেল আমেদাবাদ
Yes
Is Blog?: 
No
Section: