Kailash Vijayvargiyo on Agniveer: 'বিজেপি অফিসে নিরাপত্তারক্ষী হিসেবে আমি একজন অগ্নিবীরকেই বেছে নেব': কৈলাস বিজয়বর্গীয়

শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, 'আমাদের সেনা সিকিউরিটি গার্ডদের জন্য ট্রেনিং দেবে? এতো মেন ইন ইউনিফর্ম-দের অপমান।'

Updated By: Jun 19, 2022, 04:43 PM IST
Kailash Vijayvargiyo on Agniveer: 'বিজেপি অফিসে নিরাপত্তারক্ষী হিসেবে আমি একজন অগ্নিবীরকেই বেছে নেব': কৈলাস বিজয়বর্গীয়

নিজস্ব প্রতিবেদন: অগ্নিপথ প্রকল্প নিয়ে তোলপাড় গোটা দেশ। প্রশ্ন উঠেছে প্রতিরক্ষা বাহিনীর মতো জায়গায় ৪ বছরের জন্যে জওয়ান নিয়োগ কেন? অবসরের পর ওইসব তরুণ যাবেন কোথায়? যারা মাত্র ৪ বছরের জন্যে নিয়োগপত্র হাতে পাবেন তারা দেশের জন্য জীবন লড়িয়ে দেবেন কেন? এইসব প্রশ্নের মধ্যেই বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

রবিবার বিজয়বর্গীয় সংবাদমাধ্যমে বলেন, 'শৃঙ্খলা ও নির্দেশ মেনে চলার মতো বিষয় শেখান হয় প্রতিরক্ষা বাহিনীতে। একজন অগ্নিবীর ২৫ বছর বয়সে অবসর নেবেন। এরপর তিনি হাতে পাবেন ১১ লাখ টাকা। তিনি অগ্নিবীর মেডেলও পাবেন।'

এখানেই থেমে থাকেননি বিজেপি নেতা। এরপরই সেই বিতর্কিত মন্তব্য করে বসেন। বিজয়বর্গীয় বলেন, 'বিজেপির দফতরের জন্য যদি কাউকে নিরাপত্তা কর্মী হিসেবে নিয়োগ করতে হয় তাহলে আমি একজন অগ্নিবীরকেই বেছে নেব।'

সিনিয়র ওই বিজেপি নেতা মন্তব্য এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। এনিয়ে বিজেপিকে নিশানা করেও ধেয়ে আসছে মন্তব্য। শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, 'আমাদের সেনা সিকিউরিটি গার্ডদের জন্য ট্রেনিং দেবে? এতো মেন ইন ইউনিফর্ম-দের অপমান।'

এদিকে, তাঁর ওই মন্তব্যের পর চাপে পড়ে গিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। তাঁর দাবি, টুলকিট গ্যাং তাঁর মন্তব্যকে বিকৃত করে অগ্নিবীরদের অপমান করতে চাইছে। গোটা দেশ জানে অগ্নিপথ নিয়ে কী ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।

আরও পড়ুন-যাত্রীবাহী বিমানে আগুন পাটনায়! জরুরি অবতরণ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.