Agnipath Scheme Protest: 'অগ্নিপথ'-এর আঁচে ক্ষতিগ্রস্ত ৩১৬ ট্রেন, বাতিলের তালিকায় ৮০ মেল এক্সপ্রেস, রইল তালিকা

বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখন্ড, দিল্লি, তেলেঙ্গানা, বাংলা, হরিয়ানা, পঞ্জাবে অগ্নিপথ বিক্ষোভের আঁচ পড়েছে বেশি। ফলে এই এলাকাতেই ট্রেন চলাচলে দেখা দিয়েছে সমস্যা। 

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jun 17, 2022, 07:10 PM IST
Agnipath Scheme Protest: 'অগ্নিপথ'-এর আঁচে ক্ষতিগ্রস্ত ৩১৬ ট্রেন, বাতিলের তালিকায় ৮০ মেল এক্সপ্রেস, রইল তালিকা
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: 'অগ্নিপথ'-এর আঁচে পুড়ছে রেলপথ। বিক্ষোভের জেরে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত মোট ৩১৬টি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক জায়গায় ট্রেনে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর চালানো হয়েছে স্টেশনে। মূলত, বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখন্ড, দিল্লি, তেলেঙ্গানা, বাংলা, হরিয়ানা, পঞ্জাবে অগ্নিপথ বিক্ষোভের আঁচ পড়েছে বেশি। ফলে এই এলাকাতেই ট্রেন চলাচলে দেখা দিয়েছে সমস্যা। অশান্তির জেরে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বহু ট্রেন। যাত্রা সংক্ষেপ করা হয়েছে অনেক ট্রেনের। যাত্রাপথ নিয়ন্ত্রিতও করা হয়েছে একাধিক ট্রেনের। বাতিল করা হয়েছে মোট ৮০টি মেল/এক্সপ্রেস, ১৩৪টি প্যাসেঞ্জার ট্রেন। আংশিক বাতিল করা হয়েছে ৬১টি মেল/এক্সপ্রেস ও ৩০টি প্যাসেঞ্জার ট্রেন। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ১১টি মেল/এক্সপ্রেসের।

বাতিল একাধিক ট্রেন:
হাওড়া-নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস
শিয়ালদা-বালিয়া এক্সপ্রেস
হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস
হাওড়া-দেরাদুন উপাসনা এক্সপ্রেস
কলকাতা-গোরখপুর এক্সপ্রেস
হাওড়া-রক্সৌল মিথিলা এক্সপ্রেস
হাওড়া-অমৃতসর মেল
হাওড়া-দানাপুর এক্সপ্রেস
হাওড়া- নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস
হাওড়া- প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস
হাওড়া রাজেন্দ্রনগর এক্সপ্রেস
আসানসোল-গোরখপুর এক্সপ্রেস
মালদা টাউন-পাটনা এক্সপ্রেস
মালদা টাউন- দিল্লি ফারাক্কা এক্সপ্রেস
মালদা টাউন-লোকমান্য তিলক এক্সপ্রেস
আলিপুরদুয়ার থেকে দিল্লি এক্সপ্রেস 
ডিব্রুগড়-লালগড় এক্সপ্রেস 
কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেস
ভাগলপুর-আনন্দ বিহার বিক্রমীলা এক্সপ্রেস
ভাগলপুর-মুজফ্ফরপুর জনসেবা এক্সপ্রেস
বাঙ্কা রাজেন্দ্রনগর ইন্টারসিটি এক্সপ্রেস
জামালপুর-কিউল-জামালপুর মেমু প্যাসেঞ্জার
সাহেবগঞ্জ-জামালপুর প্যাসেঞ্জার স্পেশাল
জামালপুর-রামপুরহাট এক্সপ্রেস

যাত্রাপথ সংক্ষিপ্তকরণ ও নিয়ন্ত্রিত:
মালদা টাউন-কিউল ইন্টারিসিটি এক্সপ্রেস
জয়নগর- হাওড়া এক্সপ্রেস
মালদা টাউন-আনন্দবিহার উইকলি এক্সপ্রেস
আসানসোল-টাটা এক্সপ্রেস
হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস
হাওড়া-লালকুয়ান এক্সপ্রেস
সাহেবগঞ্জ-ভাগলপুর স্পেশাল
জামালপুর-সাহেবগঞ্জ প্যাসেঞ্জার
ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস
হাতিয়া-পাটনা পাটলিপুত্র এক্সপ্রেস
দানাপুর-টাটা এক্সপ্রেস
বর্ধমান-হাতিয়া মেমু এক্সপ্রেস
রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার স্পেশাল
কামাখ্য়া-দিল্লি ব্রহ্মপুত্র এক্সপ্রেস
ভাগলপুর-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস
জামালপুর-কিউল ডেমু প্যাসেঞ্জার

সময় পরিবর্তন
হাওড়া-পাটনা এক্সপ্রেস
হাওড়া- ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস
শিয়ালদা-সহরসা হাটেবাজারে এক্সপ্রেস
শিয়ালদা-কামাখ্যা সামার স্পেশাল

আরও পড়ুন, Agnipath Sceme: 'অগ্নিপথ' বিক্ষোভে প্রথম প্রাণহানি, পুলিসের গুলিতে সেকেন্দ্রাবাদ স্টেশনে মৃত্যু যুবকের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.