আধার নম্বর সংযুক্ত না করলে জানুয়ারিতে বন্ধ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Updated By: Oct 13, 2017, 01:53 PM IST
আধার নম্বর সংযুক্ত না করলে জানুয়ারিতে বন্ধ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সংবাদ সংস্থা: সমস্ত ব্যাঙ্কে আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে কেন্দ্র। চলতি বছর জুনে অর্থ মন্ত্রকের এই নির্দেশিকা জারি হয়। সেই নির্দেশিকায় বলা হয়েছে, ২০১৭-র ৩১ ডিসেম্বরের মধ্যে আধার লিঙ্ক করাতে হবে সব ব্যঙ্কের গ্রাহকদের।  এর পরেও আধার লিঙ্ক না থাকলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। প্রশ্ন উঠছে, সে সব অ্যাকউন্টের ভবিষ্যত্ নিয়ে।

আরও পড়ুন- নৃশংস, ধর্ষণে বাধা পেয়ে মহিলার যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দিল যুবক

নির্দেশিকার জারির পর  ব্যাঙ্ক গ্রাহকদেরর আধার লিঙ্ক করার জন্য আরও ছয় মাস সময় দেওয়া হয়েছে। অন্যদিকে যাঁরা নতুন অ্যাকাউন্ট খুলতে চান, তাঁদের ক্ষেত্রে আধার  বাধ্যতামূলক। কিন্তু প্রশ্ন থাকছে, আধার লিঙ্কের সময়সীমা পেরিয়ে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি চালু থাকবে?

আরও পড়ুন- ইনস্টাগ্রামে পোস্ট করে আত্মহত্যা, নিজের জীবন শেষের মুহূর্তে চলল লাইভ ভিডিও-ও 

অর্থ মন্ত্রক সূত্রের খবর, বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টকে ফের চালু করতে আধার নম্বর এবং প্যান দিতে হবে। কিন্তু এর পরেও কবে ওই অ্যাকাউন্ট চালু হবে, এনিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

.