রাম রহিমের পর আজ রায় শুনবেন 'গড ম্যান' রামপাল
ওয়েব ডেস্ক: ধর্ষক বাবা রাম রহিম দোষী সাব্যস্ত হতেই তার ভক্তকুলের তাণ্ডবলীলার সাক্ষী হয়েছে হরিয়ানা-সহ গোটা দেশ এবং সেই ক্ষত এখনও দগদগে, আর এর মধ্যে আজ হরিয়ানার আরেক স্বঘোষিত 'বাবা' সদগুরু রামপালজি মহারাজকে রায় শোনাবে আদালত। কবীর উপাসক 'গড ম্যান' রামপালজির বিরুদ্ধে মূলত খুনের অভিযোগ। এর পাশাপশি রাষ্ট্রদ্রোহ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অবৈধভাবে আটক করে রাখার মত ধারাতেও পৃথক ভাবে মামলা দায়ের হয়েছে। উত্তর দিল্লি সীমান্ত থেকে ১৭০ কিমি দূরে হিসারের আশ্রম থেকে ২০১৪ সালে গ্রেফতার করা হয় সদগুরু রামপালজি মহারাজকে। গ্রেফতার হওয়ার আগে প্রায় ৪০ বার সমন অগ্রাহ্য করেছিলেন রামপালজি।
উল্লেখ্য, ২০১৪ সালে রামপালজিকে গ্রেফতার করতে গিয়ে রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়তে হয় পুলিসকে। ভক্তরা বন্দুক, পাথর এবং লাঠি নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করলে পুলিস বাধ্য হয় জলকামানের ব্যবহার করতে। অবশেষে আশ্রম থেকেই গ্রেফতার হন বাবা। প্রসঙ্গত, ভক্তদের দিয়ে গ্রামবাসীদের ওপর গুলি চালনার ঘটনায় ২০০৬ সালে স্থানীয় আদালত প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি করে রামপালের বিরুদ্ধে। ওই ঘটনায় ১ জন নিহত হয়েছিলেন এবং ৬ জন গুরুতর আহত হয়েছিলেন। এছাড়াও আশ্রমে বেআইনিভাবে অস্ত্র মজুত রাখা এবং আদালত অবমাননার অভিযোগেও অভিযুক্ত স্বঘোষিত গড ম্যান।
(আরও পড়ুন- কম্বল, থালা, মগ, জেলে প্রথম রাত কেমন কাটল গুরমিতের)