বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন বরুণ গান্ধী? জোর জল্পনা
রাহুল গান্ধী দলের সভাপতি হওয়ার পরই কংগ্রেসে যোগ দিতে পারেন বরুণ
নিজস্ব প্রতিনিধি : বিজেপি ছাড়ছেন বরুণ গান্ধী? এরকমই এক জল্পনা ঘুরপাক খাচ্ছে রাজধানীর রাজনৈতিক মহলে। দল ছাড়ার থেকেও বড় খবর হল বরুণ গান্ধী যোগ দিতে পারেন কংগ্রেসে। অপেক্ষা শুধু রাহুলের দলের সভাপতি হওয়া।
কংগ্রেসের বরিষ্ঠ নেতা হাজি মঞ্জুর আহমেদকে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে-র খবর, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে বা অফিস বেয়ারার হিসেবে কংগ্রেসে যোগ দিতে পারেন বরুণ গান্ধী। ভাইকে কংগ্রেসে আনার ক্ষেত্রে বড়সড় ভূমিকা পালন করছেন প্রিয়াঙ্কা গান্ধী।
অন্যদিকে, আরও একটি সূত্র থেকে বরুণ গান্ধীর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। আগ্রার প্রাক্তন কংগ্রেস প্রেসিডেন্ট রাম ট্যান্ডনও মনে করেন কংগ্রেসেই যোগ দিচ্ছেন বরুণ। রাহুল গান্ধীর দলের সভাপতি হওয়ার পরই হয়তো বরুণ কংগ্রেসে যোগ দেবেন।
বিভিন্ন ইস্যুতে বিজেপি-কংগ্রেস বাকযুদ্ধ হলেও রাহুল গান্ধীর বিরুদ্ধে কখনও কোনও বিরূপ মন্তব্য করেননি বরুণ গান্ধী। তবে এভাবে কংগ্রেসে যোগ দেওয়ার কথা কখনও শোনা যায়নি।
প্রসঙ্গত, বর্তমানে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী বরুণ গান্ধীর মা মানেকা গান্ধী। বিজেপির সঙ্গে মানেকরা সম্পর্ক বহুদিনের। ফলে বরুণের পক্ষে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া কতটা সহজ হবে তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।
এদিকে, দলের সভাপতি নির্বাচন করতে আগামী ১ ডিসেম্বর নোটিস জারি করছে কংগ্রেস। ৪ ডিসেম্বর মনোনয়ণ পত্র পেশ করার শেষ দিন। ভোট নেওয়া হবে ১৬ ডিসেম্বর। ভোটের ফল প্রকাশ করা হবে ১৯ ডিসেম্বর। কংগ্রেস সূত্রে খবর, রাহুলের বিরুদ্ধে কোনও প্রার্থী দাঁড় করাবে না কংগ্রেস। ফলে রাহুলের দলের সভাপতি হওয়ার ক্ষেত্রে কোনও বাধা আসবে না।