নদীতে পড়ে গেলেন বিএসএফ জওয়ান, আটক করল পাকিস্তান

কাশ্মীর সীমান্তে মোতায়েন এক বিএসএফ জওয়ানকে আটক করল পাকিস্তান সেনা। বুধবার সকালে এই ঘটনা ঘটে। সেনার তরফে জানানো হয়েছে ছানেব নদীতে টহল দেওয়ার সময় জলে পড়ে যান ওই জাওয়ান। প্রবল স্রোতে নদীর জলে ভেসে যান তিনি। পাকিস্তানের পাড়ে উঠতেই তাঁকে গ্রেফতার করে পাক সেনা।

Updated By: Aug 6, 2014, 07:30 PM IST
নদীতে পড়ে গেলেন বিএসএফ জওয়ান, আটক করল পাকিস্তান

শ্রীনগর: কাশ্মীর সীমান্তে মোতায়েন এক বিএসএফ জওয়ানকে আটক করল পাকিস্তান সেনা। বুধবার সকালে এই ঘটনা ঘটে। সেনার তরফে জানানো হয়েছে ছানেব নদীতে টহল দেওয়ার সময় জলে পড়ে যান ওই জাওয়ান। প্রবল স্রোতে নদীর জলে ভেসে যান তিনি। পাকিস্তানের পাড়ে উঠতেই তাঁকে গ্রেফতার করে পাক সেনা।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, দু'তরফের ফ্ল্যাগ মিটিংয়ের প্রস্তুতি শুরু হয়েছে। দ্রুত ওই বিএসএফ জওয়ানকে উদ্ধার করার চেষ্টা হচ্ছে। এক উচ্চপসদস্থ বিএসএফ আধিকারিক ডি কে পাঠল জানিয়েছেন, "আমরা আশা করছি, দ্রুত ওনাকে আমরা ফেরাতে পারব।"

আধিকারিক জানিয়েছেন, ওই জাওয়ানের নাম সত্যশিল যাদব। ছেনেব নদীর পেট্রোলিং টিমের সঙ্গে ছিলেন তিনি। মাঝ নদীতে মোটর বোটে টহল দিচ্ছিলেন তিনি। আচমকা বোটটি খারাপ হয়ে যাওয়ায় বিপত্তি ঘটে।

 

.