খুলে গেল শবরীমালা মন্দির, কোভিড রিপোর্ট জমা দিয়ে তবেই প্রবেশ

পাঁচদিনের পুজো উপলক্ষ্যে আয়াপ্পার মন্দিরে প্রবেশের অনুমতি মিলল।

Updated By: Oct 17, 2020, 07:18 PM IST
খুলে গেল শবরীমালা মন্দির, কোভিড রিপোর্ট জমা দিয়ে তবেই প্রবেশ

নিজস্ব প্রতিবেদন: সাত মাস বন্ধ থাকার পরে আজ, শনিবার খুলে গেল শবরীমালা মন্দির। 

পাঁচদিনের পুজো উপলক্ষ্যে আয়াপ্পার মন্দিরে প্রবেশের অনুমতি মিলল পুণ্যার্থীদের। তবে, কোভিড নিয়মকানুন মেনেই চলবে মন্দিরে প্রবেশ ও পুজো। করোনা পরীক্ষা না করিয়ে মন্দিরে ঢোকার অনুমতি মিলছে না।

সামাজিক দূরত্ববিধি মেনে দৈনিক সর্বাধিক ২৫০ জন ঢুকতে পারবেন মন্দিরে। এ ক্ষেত্রে ভক্তদের বয়স ১০-৬০ বছরের মধ্যে হতে হবে। বেস ক্যাম্পে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে। কারও রিপোর্ট নিয়ে সংশয় থাকলে মন্দিরে ঢোকার আগেই তাঁর করোনা পরীক্ষাও করা হবে। মন্দিরে প্রবেশের ন্যূনতম ৪৮ ঘণ্টা আগে কোভিড টেস্ট করিয়ে সেই রিপোর্ট মন্দির কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। ফেস-মাস্ক বাধ্যতামূলক। তবে বিধি মেনেই পাম্বা নদীতে স্নানের অনুমতি দেওয়া হয়নি। বদলে মন্দির প্রাঙ্গণেই স্নানের ব্যবস্থা থাকছে।

আরও পড়ুন:  রাশিয়ার করোনা ভ্যাকসিনের ট্রায়াল ভারতে, মিলল অনুমতি

.