আদনানকে খোঁচা দিতে গিয়ে মুখ পোড়ালেন ওমর আবদুল্লা
ওয়েব ডেস্ক: শ্রীনগর মাতালেন আদনান সামি। ‘রিদম ইন প্যারাডাইস’ নামে একটি কনসার্টে লাইভ পারফর্ম করেন তিনি। ওই অনুষ্ঠান নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন সামি ও ওমর আবদুল্লা।
আদনানের অনুষ্ঠানে আসন ফাঁকা ছিল বলে দাবি করে টুইট করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। কয়েকটি ছবিও টুইট করেন। ওমরের খোঁচা, "অত্যন্ত দুঃখিত। লোকেরা অন্তত একটা দিন মিউজিকের মাধ্যমে শান্তি পেতে পারত।"
That’s a real pity. I hope people have filled those seats now. For an evening they can let the music transport them to a more peaceful place https://t.co/4DJJNFCfQG
— Omar Abdullah (@OmarAbdullah) October 7, 2017
আদানান পাল্টা ছবি টুইট করে বুঝিয়ে দিয়েছেন, কাশ্মীরিরা মিউজিক কনাসার্টে যোগ দিয়েছিলেন। ওমরের ছবিটি ছিল দুপুরের।
Bro ur a former CM..U shouldn’t be so unnerved by a music concert. U obviously have bad sources who lie 2 U - HERE are d photos!#GrowUp pic.twitter.com/RPB6NbFqaP
— Adnan Sami (@AdnanSamiLive) October 7, 2017
এরপরই দুজনের মধ্যে শুরু হয়ে তীব্র বাদানুবাদ। আদনানের কটাক্ষ, আপনার মতিভ্রম হয়েছে। সম্প্রীতি, ভালবাসা ও শান্তির প্রচার করুন।
How does hoping you have a houseful suggest I’m unnerved? I’m glad people got to enjoy an evening of music. I used to like yours at one time https://t.co/AaP3L4KPgf
— Omar Abdullah (@OmarAbdullah) October 7, 2017
Oh please Omar U retweeting ppls photos like a sadistic sore loser speaks volumes of ur lack of stature & pettiness. Up ur game- Its music!
— Adnan Sami (@AdnanSamiLive) October 7, 2017
Aren’t you a big enough star? Do you really need the column inches in a gossip piece “Omar-Adnan spar”? I don’t. Enjoy Srinagar. Good night.
— Omar Abdullah (@OmarAbdullah) October 7, 2017
Ur fickle mind shud know that its not about being a Star. It’s about coming together for the purpose of promoting peace, luv & harmony. GN
— Adnan Sami (@AdnanSamiLive) October 7, 2017
Like you said right in the beginning - I am a former CM & so I’ll ignore yr 7-8 insults in 3 tweets.Thanks for coming to Srinagar.Stay safe
— Omar Abdullah (@OmarAbdullah) October 7, 2017
So you finally realised huh Der aye durust aye.
— Adnan Sami (@AdnanSamiLive) October 7, 2017
গতবছরই ভারতের নাগরিকত্ব পেয়েছেন আদনান সামি। উপত্যকায় শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তাঁর কনসার্ট ছিল। এই কনসার্টের উদ্যোক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও জম্মু-কাশ্মীর সরকার।
আরও পড়ুন, দরকার পড়লে অল্প সময়ের মধ্যে হামলা চালাতে তৈরি: বায়ুসেনা প্রধান