মোদীকে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে আডবাণীর আত্মার সায় নেই

নরেন্দ্র মোদীকে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করায় সায় দিচ্ছে না তাঁর আত্মরাত্মা। দলের অস্বস্তি বাড়িয়ে আজ এই মন্তব্য করলেন বিজেপির লৌহপুরুষ লালকৃষ্ণ আডবাণী। শুক্রবার দলের সংসদীয় কমিটির বৈঠক বসছে। বৈঠকে আলোচনার পর প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মোদীর নাম ঘোষণা হতে পারে। নাম ঘোষণা নিয়ে দলের ভিতরে কোন্দল চলছেই।

Updated By: Sep 12, 2013, 03:09 PM IST

নরেন্দ্র মোদীকে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করায় সায় দিচ্ছে না তাঁর আত্মরাত্মা। দলের অস্বস্তি বাড়িয়ে আজ এই মন্তব্য করলেন বিজেপির লৌহপুরুষ লালকৃষ্ণ আডবাণী। শুক্রবার দলের সংসদীয় কমিটির বৈঠক বসছে। বৈঠকে আলোচনার পর প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মোদীর নাম ঘোষণা হতে পারে। নাম ঘোষণা নিয়ে দলের ভিতরে কোন্দল চলছেই।
আডবাণী, সুষমা স্বরাজ, মুরলিমনোহর যোশী মোদীর নাম ঘোষণার বিরোধিতা করেছেন। একদিকে আডবাণী ও সুষমা স্বরাজকে তুষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। অন্যদিকে দলীয় ঐক্যের ছবি তুলে ধরার চেষ্টাও করছেন রাজনাথ। মোদীর নাম ঘোষণা নিয়ে দলীয় মতানৈক্যের খবর ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপি সভাপতি।

.