জাতীয় উপদেষ্টা পরিষদ থেকে পতদ্যাগ করলেন অরুণা রায়

জাতীয় উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন সমাজকর্মী অরুণা রায়। ইউপিএ সভানেত্রী সোনিয়া গান্ধীর পৌরহিত্যে উপদেষ্টা পরিষদে শুক্রবারই পদের মেয়াদ শেষ হচ্ছে অরুণা রায়ের।

Updated By: May 29, 2013, 06:55 PM IST

জাতীয় উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন সমাজকর্মী অরুণা রায়। ইউপিএ সভানেত্রী সোনিয়া গান্ধীর পৌরহিত্যে উপদেষ্টা পরিষদে শুক্রবারই পদের মেয়াদ শেষ হচ্ছে অরুণা রায়ের।
চিঠি লিখে সোনিয়া গান্ধীকে অরুণা জানিয়েছেন, তিনি আর পরবর্তী পর্বে এনএসির পদে থাকতে চান না। জাতীয় উপদেষ্টা পরিষদ কাজ সরকারের জন্য সামাজিক কর্মসূচি ঠিক করা। আরুণা রায়ের আবেদন মঞ্জুর করে নিয়েছেন সোনিয়া গান্ধীও।
অরুণা রায় বলেন, "মনরেগা প্রকল্পের জন্য জাতীয় উপদেষ্টা পরিষদের করা সুপারিশ প্রধানমন্ত্রী খারিজ করে দিয়েছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যের।" কর্নাটক হাইকোর্টে রায়েও পরিষদের করা সুপারিশকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেক করেছেন অরুণা রায়।

.