আবু সালেমের উপর গুলি: সাসপেন্ড দুই পুলিস কর্মী সহ তিন
কুখ্যাত মাফিয়া ডন আবু সালেমের উপর নভি মুম্বইয়ের তালোজা জেলে গুলি চালানোর ঘটনায় একজন জেল আধিকারিক ও তিন পুলিসকর্মীকে সাসপেন্ড করা হল।
কুখ্যাত মাফিয়া ডন আবু সালেমের উপর নভি মুম্বইয়ের তালোজা জেলে গুলি চালানোর ঘটনায় একজন জেল আধিকারিক ও তিন পুলিসকর্মীকে সাসপেন্ড করা হল।
গতকাল রাতে দেবেন্দ্র জগতপ নামের সালেমেরই এক সহ বন্দী দেশীয় রিভলবার দিয়ে তাঁর উপর গুলি চালায়।
প্রাথমিক চিকিৎসার পর সালেমকে ফের জেলে ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে সালেমের আইনজীবী দাবি করেছেন মুম্বইয়ে সালেমকে আর সুরক্ষিত নন। তাই তাঁকে যেন পর্তুগালে ফিরতে দেওয়া হয়।
প্রসঙ্গত, পর্তুগাল থেকে আটক করার পর গত দু`বছর নভি মুম্বইয়ের এই জেলই কুখ্যাত গ্যাংস্টারের ঠিকানা। ১৯৯৩-এ মুম্বইয়ে সিরিয়াল বিস্ফোরণের জন্য ২০০৫-এ দোষী সব্যস্ত হন আবু সালেম। মুম্বইয়ের সিরিয়াল বিস্ফোরণে মোট ২৫৭ জন মারা যান। আহত হন ৭১৩জন। মুম্বই বিস্ফোরণ ছাড়াও টি সিরিজ মিউজিক কোম্পানির মালিক গুলশন কুমার হত্যা মামলায় এবং সঞ্জয় দত্তকে বেআইনি অস্ত্র সরবারহের অভিযোগ রয়েছে আবু সালেমের বিরুদ্ধে।