ত্রিপুরায় বিকল্প TMC-ই, CPM ও Congress নেতা-কর্মীদের আসার আহ্বান Abhishek-র

সিপিএম নেতা-কর্মীদের আহ্বান করলেও জোটে যাবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Updated By: Aug 2, 2021, 10:45 PM IST
ত্রিপুরায় বিকল্প TMC-ই, CPM ও Congress নেতা-কর্মীদের আসার আহ্বান Abhishek-র

নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় (Tripura) বিকল্প তৃণমূলই (TMC)। সিপিএম ও কংগ্রেস নেতা-কর্মীদের বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন,'আজ থেকে বিজেপির বিদায়ঘণ্টায় বেজে গেছে। সমাজবিরোধীদের খেলা শেষ। মা-মাটি মানুষের খেলা শুরু।'

ত্রিপুরায় ঘর ভাঙানো তৃণমূলের লক্ষ্য নয়। তবে বিজেপি বিরোধী মঞ্চ চাইলে তৃণমূলে স্বাগত বলে জানান অভিষেক (Abhishek Banerjee)। তিনি বলেন,'বাম বা কংগ্রেসের অনেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান, তাঁরা প্ল্যাটফর্ম খুঁজছিলেন। দলমত নির্বিশেষে উন্নয়নের সরকার প্রতিষ্ঠা করতে চাইলে আপনারা তৃণমূলে এসে আমাদের হাত শক্তিশালী করুন। এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। উন্নয়নের সরকার প্রতিষ্ঠা করব। এই লক্ষ্যই আজ স্থির করে দিতে চাই। যাঁদের মনে সংশয় রয়েছে, আপনাদের এখনই সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই।' ত্রিপুরায় সিপিএম, কংগ্রেস বিজেপিকে মাঠ ছেড়ে দিয়েছে বলেও দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়,'বিরোধী নেই বলে অত্যাচার করছে বিজেপি। আজ থেকে সেই অত্যাচারে ইতি টানা শুরু হল।' 

সিপিএম নেতা-কর্মীদের আহ্বান করলেও জোটে যাবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর বক্তব্য,'সিপিএমের সঙ্গে জোটের প্রশ্নই নেই। ৩৪ বছর যে অত্যাচার করেছে তা দেখেছেন বাংলার মানুষ। বিজেপির বিরুদ্ধে একমাত্র বিকল্প তৃণমূল। সিপিএমের নেতা, কর্মীরা লড়াই করতে চাইলে স্বাগত। অনেক সদস্য আগ্রহ দেখিয়েছেন। কলকাতায় বৈঠক করে এসেছেন।'  

বাংলায় ভোটের আগে তৃণমূলকে ভাঙতে চেষ্টার খামতি রাখেননি বিজেপি নেতারা। তবে ত্রিপুরায় ঘর ভাঙাতে চান না অভিষেক। তিনি বলেন,'আমাদের লক্ষ্য ঘর ভাঙানো নয়।  আমরা ঘর ভাঙানোর খেলায় নামলে এক মাসও টিকবে না বিপ্লব দেবের সরকার। সে পথে যাব না। অনেকে যোগাযোগ করেছেন, যোগাযোগ রাখছেন। মুখ্যমন্ত্রীর ডান-বাঁ দিক সবাই যোগাযোগ করছেন। আমরা ত্রিপুরার মানুষের স্বার্থে লড়াই করছি।'   

ত্রিপুরায় সংগঠন তৈরির জন্য বারবার যাবেন বলেও এ দিন জানান অভিষেক (Abhishek Banerjee)। বলেন, '১৫ দিনের মধ্যে আবার আসব। পরের বার এসে রাজ্যে সাংগঠনিক পদ ঘোষণা করব। বিপ্লববাবুকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, ক্ষমতা থাকলে আটকান। আসব, লড়াই করব। এবার ত্রিপুরা পারলে সামলে নেবেন।'

আরও পড়ুুন- পাখির চোখ ত্রিপুরা, দেড় বছরে উন্নয়নের সরকার, তারিখ লিখে রাখুন, চ্যালেঞ্জ Abhishek-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.