পূর্ণরাজ্যের দাবিতে রাজনাথের কাছে দরবার আপের
দিল্লিতে ঝাড়ু দিয়ে বিজেপি-কংগ্রেস সাফাইয়ের পরের দিনই বিজেপির সঙ্গে রাজনৈতিক কুশল বিনিময় করলেন কেজরিওয়াল। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও বেঙ্কাইয়া নায়ডুর সঙ্গে দেখা করলেন
ওয়েব ডেস্ক: দিল্লিতে ঝাড়ু দিয়ে বিজেপি-কংগ্রেস সাফাইয়ের পরের দিনই বিজেপির সঙ্গে রাজনৈতিক কুশল বিনিময় করলেন কেজরিওয়াল। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও বেঙ্কাইয়া নায়ডুর সঙ্গে দেখা করলেন
আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
কেন্দ্র-রাজ্যের গঠন মূলক সম্পর্ককে দৃঢ় করতে তাই প্রথম দিন থেকেই তৎপর ছিলেন দিল্লির ভাবী মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। এখানেই থেমে থাকা নয়। আরও এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদীর সঙ্গেও সাক্ষাতের কথা জানান তিনি।
১৪ ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন বলেও ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। আপ সূত্রের খবর, আমন্ত্রণ জানানো হবে কিরণ বেদী, দিল্লির প্রান্তন
মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত সহ হেভিওয়েট নেতাদের।
এদিনই কংগ্রেসের বিপর্যয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে নিজের ইস্তফা পত্র দিলেন কংগ্রেস নেতা অজয় মাকেন।
দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পরই আজ বিজেপি নেতা বেঙ্কাইয়া নায়ডুর সঙ্গে বৈঠক করেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রাজনৈতিক ভেদাভেদের উর্ধ্বে গিয়ে রাজ্যের
উন্নয়নের ইস্যুতে কেন্দ্রের সহযোগিতা চান কেজরিওয়াল। এবিষয়ে সবরকম সাহায্যের আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন আপ নেতা মণীশ সিসোদিয়া।
আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন আপ সুপ্রিমো। গতকালই সত্তর আসনের দিল্লি বিধানসভায় সাতষট্টি আসন দখল করে জয়লাভ করে আপ।