লোকসভা নির্বাচনের রাজনৈতিক খসরা তৈরি করছে আম আদমি

রবিবার আম আদমি পার্টির এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক দিল্লিতে। বৈঠকের দ্বিতীয় দিনে আসন্ন লোকসভা নির্বাচনের রাজনৈতিক রণকৌশল নিয়ে আলচনা করবেন আপ নেতারা। চূড়ান্ত হবে সিদ্ধান্ত। যদিও লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না অরবিন্দ কেজরিওয়াল। সেকথা তিনি স্পষ্ট করে দিয়েছেন। গতকালই লোকসভা নির্বাচনে লড়ার সিদ্ধন্ত জানায় সদ্য দিল্লিতে ক্ষমতায় আসা দলটি। ১৫ দিনের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করার কথা কেজরিওয়ালদের।

Updated By: Jan 5, 2014, 02:23 PM IST

রবিবার আম আদমি পার্টির এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক দিল্লিতে। বৈঠকের দ্বিতীয় দিনে আসন্ন লোকসভা নির্বাচনের রাজনৈতিক রণকৌশল নিয়ে আলচনা করবেন আপ নেতারা। চূড়ান্ত হবে সিদ্ধান্ত। যদিও লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না অরবিন্দ কেজরিওয়াল। সেকথা তিনি স্পষ্ট করে দিয়েছেন। গতকালই লোকসভা নির্বাচনে লড়ার সিদ্ধন্ত জানায় সদ্য দিল্লিতে ক্ষমতায় আসা দলটি। ১৫ দিনের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করার কথা কেজরিওয়ালদের।

আপ নেতা প্রশান্ত ভূষণ জানিয়েছেন তাঁদের লক্ষ্য বেশিরভাগ আসনেই প্রার্থী দেওয়া। তারই প্রস্তুতি চলছে দিল্লিতে। আজকের বৈঠকে মহারাষ্ট্র, কর্ণাটক, হরিয়ানা ও তালিমনাডু রাজ্য নেতৃত্বও উপস্থিত থাকার কথা। আর দিল্লি নেতৃত্বের মধ্যে থাকবেন, মনিষ সিশোডিয়া, যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ, সঞ্জয় সিং প্রমুখরা।

বাংলো নিতে অস্বীকার করেছিলেন। শনিবার সরকারি ডুপ্লেক্স ফ্ল্যাটেও না করে দিলেন আম আদমির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকে যোগ দেওয়ার আগে ফ্ল্যাট নিতে অস্বীকার করার কথা জানান তিনি। তিনি সংবাদমাধ্যমকে জানান, "আমি ফাইভ বেড রুমের ডিলাক্স ফ্ল্যাটে যেতে চাই না।" বন্ধু-আত্মীয়দের পরামর্শেই আধুনিক পরিষেবা ফ্ল্যাটে যেতে রাজি হননি কেজরিওয়াল।

.