গোয়ায় বহুতল ভেঙে ১৪ জনের মৃত্যু, নির্মান সংস্থার বিরুদ্ধে একআইআর দায়ের

গোয়ায় নির্মিয়মান বহুতলে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল১৪। কোনাকোনা শহরের এই দুর্ঘটনায় এখনও অনেকে ধ্বংসস্তূপের ভিতর আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। শনিবার পানাজি থেকে ৬০ কিলোমিটার দূরে এই ঘটনাটি ঘটে।

Updated By: Jan 5, 2014, 10:15 AM IST

গোয়ায় নির্মিয়মান বহুতলে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল১৪। কোনাকোনা শহরের এই দুর্ঘটনায় এখনও অনেকে ধ্বংসস্তূপের ভিতর আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। শনিবার পানাজি থেকে ৬০ কিলোমিটার দূরে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিস জানিয়েছে, তিন তলা বাড়িটির একাংশ যখন ভেঙে পড়ে, সেই সময় প্রায় ৫০ জন মজদুর সেখানে কাজ করছিলেন। তাঁদের অনেকেই ধ্বংসস্তূপে আটকে রয়েছেন। উদ্ধারকার্যে নামানো হেয়ছে সেনা। গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকার জানিয়ছেন বাড়িটির বিল্ডার ও কন্ট্রাকটরের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে। নবি মুম্বইয়ের রিয়াল এসটেট সংস্থা ভারত ডেভলপমেন্ট অ্যান্ড রিয়ালটরস এই বহুতলটি নির্মান করছিল।

আক প্রশাসনিক আধিকারিক বলেন, "এখনও অনেকে আটকে রয়েছেন, উদ্ধার হওয়া ১৩ জন আহতকে শহরের বিভিন্ন হাসপাতলে ভর্তি করানো হয়েছে।" গ্যাস কাটার ব্যবহার করে উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থল ঘুরে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। খতিয়ে দেখেন উদ্ধার কাজও। দোষীদের ধরে পুলিসকে নির্দেশ দিয়েছেন তিনি।

.