প্রতিদিন আধার কার্ড ডাউনলোড হচ্ছে ৬ লাখ

Updated By: May 3, 2016, 04:48 PM IST
প্রতিদিন আধার কার্ড ডাউনলোড হচ্ছে ৬ লাখ

ওয়েব ডেস্ক: ১২০ কোটির দেশ, ভারতে আধার কার্ড হবে ১০০ কোটি মানুষের, তারমধ্যে এখনই ইন্টারনেট থেকে ডাউনলোড হয়েছে ৪০ কোটি আধার কার্ড। UDAI-থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিনিয়ত ৬ লক্ষের মত আধার কার্ড ডাউনলোড হচ্ছে। 

ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে ভারতীয় নাগরিকের জন্য আধার কার্ড ইস্যু করা হয়। প্রত্যেক নাগরিক আধার কার্ডের অধিকার পাবেন। এই আধার কার্ডই হবে ভারতীয় নাগরিকের পরিচয় পত্র। 

কোনও ব্যক্তি নিজের পরিচয় সংক্রান্ত নথি হারিয়ে ফেললে সে খুব সহজেই যেকোনো 'আধার কেন্দ্র' থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারবে। এতে খরচ পড়বে মাত্র ১০ টাকা। 

.