বিজেপি শাসিত রাজ্যে গান্ধী হত্যাকারী গডসের মন্দির তৈরি করল হিন্দু মহাসভা
গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসের মন্দির নির্মাণ করল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। মালা দেওয়া হল মূর্তিতে।
নিজস্ব প্রতিবেদন: গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসের মূর্তি বসাল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুসারে, বুধবার মধ্যপ্রদেশের গ্বালিয়রে নিজেদের দফতরে গডসের একটি মন্দির তৈরি করেছেন হিন্দু মহাসভার সদস্যরা। সেখানেই তাঁর মূর্তি বসিয়ে মৃত্যুদিন পালন করা হয়। এর আগে হিন্দু মহাসভাকে গডসের মন্দির নির্মাণের অনুমতি দিতে অস্বীকার করেছিল গ্বালিয়র জেলা প্রশাসন।
#MadhyaPradesh: Observing the death anniversary of Nathuram Godse, Akhil Bharatiya Hindu Sabha built a temple and installed Godse's idol inside their office in Gwalior, yesterday pic.twitter.com/zkEuR0v5cF
— ANI (@ANI) November 16, 2017
৩২ ইঞ্চি উঁচু গডসের মূর্তির আবরণ উন্মোচন করেন হিন্দু মহাসভার জাতীয় সহ-সভাপতি জয়বীর ভরদ্বাজ। তিনি জানান, জেলা প্রশাসনের কাছে মন্দির নির্মাণের অনুমতি চাওয়া হয়েছিল। সেই আবেদন খারিজ করা হয়েছে। তাই নিজেদের অফিস চত্বরে মন্দির তৈরি করেছেন তাঁরা। এতে কারও কোনও আপত্তি থাকার কথা নয়।
আরও পড়ুন- ১০ জনের মধ্যে ৯ জন ভারতীয় এখনও পছন্দ করেন মোদীকেই
প্রত্যাশিতভাবেই বিজেপিকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। দলের নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কথায়, ''গান্ধীর নামে অনশন করেছিলেন শিবরাজ সিং চৌহান। তাঁর রাজ্যেই তৈরি হল বাপুর হত্যাকারীর মন্দির। এটা অত্যন্ত নিন্দাজনক।''
गांधीज़ी के नाम का सहारा लेकर उपवास का ढोंग करने वाले @ChouhanShivraj की नाक के नीचे बापू के हत्यारे का मंदिर स्थापित किया जा रहा है। इस शर्मनाक कृत्य की जितनी निंदा की जाए, वह कम है।https://t.co/eRwuH3uraK
— Jyotiraditya Scindia (@JM_Scindia) November 15, 2017
হিন্দু মহাসভার থেকে দূরত্ব বাড়িয়েছে বিজেপি। তাদের সাফাই, সংবিধানের উর্ধ্বে কেউ নয়। আইনি পথেই ব্যবস্থা নেওয়া হবে।