এবার রিওতে গুডউইল অ্যামবাসাডর এ আর রহমান

সলমন খানের পর এবার সংগীত পরিচালক এ আর রহমান। ২০১৬ রিও অলিম্পিকয়ে ভারতের থেকে এবার তিনিই চতুর্থ গুডউইল অ্যাম্বাসাডর। সচিন তেন্ডুলকর, অভিনব বিন্দ্রা ও সলমন খানের পর তাঁকে এই সম্মান দেওয়া হল।

Updated By: May 12, 2016, 05:07 PM IST
এবার রিওতে গুডউইল অ্যামবাসাডর এ আর রহমান

ওয়েব ডেক্স : সলমন খানের পর এবার সংগীত পরিচালক এ আর রহমান। ২০১৬ রিও অলিম্পিকয়ে ভারতের থেকে এবার তিনিই চতুর্থ গুডউইল অ্যাম্বাসাডর। সচিন তেন্ডুলকর, অভিনব বিন্দ্রা ও সলমন খানের পর তাঁকে এই সম্মান দেওয়া হল।

এ আর রহমান বলেন,  "খবরটি জানতে পেরে আমি খুব গর্বীত।" তবে, গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে তাঁর নাম প্রস্তাব করা হলেও, তাঁকে সেখানে ভারতীয় অলিম্পিক ফেডারেশন কিভাবে ব্যবহার করবে তা এখনও পরিষ্কার নয় রহমানের কাছে।

প্রসঙ্গত, ২০১২ সালের পর এই প্রথম ভারত অলিম্পিকে এতজন গুডউইল অ্যাম্বাসাডর পাঠাচ্ছে।

.