Delhi Fire: Delhi-র Gokulpuri-তে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৭

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে তিনি অগ্নিকাণ্ডে নিহতদের সঙ্গে দেখা করবেন।

Updated By: Mar 12, 2022, 11:25 AM IST
Delhi Fire: Delhi-র Gokulpuri-তে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৭
ছবি : এএনআই

নিজস্ব প্রতিবেদন: শনিবার দিল্লির (Delhi) গোকুলপুরী (Gokulpuri) এলাকার ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আগুনে অন্তত ৬০টি ঝুপড়ি পুড়ে গেছে বলে জানা গেছে।

শনিবার রাত ১টা নাগাদ দমকলে ফোন করে ঘটনাটি জানানো হয়। প্রায় ১৩টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলে।

দিল্লি ফায়ার ডিরেক্টর অতুল গর্গ (Atul Garg) ANI-কে বলেছেন, "আমরা 7টি পোড়া মৃতদেহ উদ্ধার করেছি যাদেরকে চেনা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে এরা ঘুমাচ্ছিলেন এবং আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় পালাতে পারেনি। ৬০টির মতো ঝুপড়িও সম্পূর্ণ পুড়ে গেছে। আমরা এখনও আগুনের কারণ জানতে পারিনি।" ।

আরও পড়ুন: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু বাংলাদেশি নাগরিকের

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে তিনি অগ্নিকাণ্ডে নিহতদের সঙ্গে দেখা করবেন।

 

উত্তর-পূর্ব দিল্লির (North East Delhi) সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari) সাতজনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের কাছে ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানিয়েছেন। তিনি বলেন, "পুরো বিষয়টির একটি বিচার বিভাগীয় তদন্ত করা উচিত এবং অবিলম্বে আত্মীয়দের জন্য ১ কোটি টাকা সহায়তা ঘোষণা করা উচিত।" মনোজ তিওয়ারি শনিবার গোকুলপুরী এলাকা পরিদর্শন করবেন। আগুন লাগার পেছনের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.