মত্সজীবীর পিঠ প্রাণ বাঁচাল কেরলের দুর্গতদের, দেখুন ভিডিও
জানা যাচ্ছে, ৩২ বছর বয়সী মালাপ্পুরমবাসী ওই উদ্ধারকারী পেশায় মত্সজীবী। নাম- জয়সল কেপি। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। কেউ বা সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানিয়েই ক্ষান্ত হয়েছেন
নিজস্ব প্রতিবেদন: পিঠ না পীঠস্থান! কেরলের বন্যায় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষগুলোর জন্য একটা পিঠই আক্ষরিক অর্থে হয়ে দাঁড়াল পায়ের তলার মাটি। বন্যার গ্রাসে শোচনীয় অবস্থায় কেরল। কোনও রকমে বাঁচার আশায় দুর্গতরা উদ্ধারকারীদের জন্য হা পিত্যেশ করে বসে রয়েছেন। কেউ যদি এসে তাঁদের উদ্ধার করে! দুর্গম, প্রত্যন্ত এলাকায় আটকে পড়া মানুষদের কাছে উদ্ধারকারী বাহিনীই তখন জীবনের দূত। কেরলের ত্রিসূরে এমনই এক ত্রাতার পিঠে চড়ে এ যাত্রায় প্রাণ বাঁচলেন কয়েকজন বন্যা দুর্গত মানুষ। আর এমন অভিনব উপায়ে উদ্ধারকার্যের দৃশ্য রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু কীভাবে পিঠ বাঁচাল মানুষের প্রাণ?
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওয় দেখা গিয়েছে, দুর্গতদের উদ্ধার করে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের একটি বোটে তাঁদের তুলছিলেন উদ্ধারকারীরা। এলাকায় হাঁটু জল। তবুও বোটে উঠে অসুবিধা হচ্ছিল মহিলাদের। সে সময় এক উদ্ধারকারী হাঁটু মুড়ে বসে নিজের পিঠ পেতে দেন। সেই পিঠের উপর পা দিয়ে বোটে উঠতে দেখা যায় দুর্গতদের।
আরও পড়ুন- কেরলে বন্যা পরিস্থিতির উন্নতি, চলছে উদ্ধার
জানা যাচ্ছে, ৩২ বছর বয়সী মালাপ্পুরমবাসী ওই উদ্ধারকারী পেশায় মত্সজীবী। নাম- জয়সল কেপি। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। কেউ বা সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানিয়েই ক্ষান্ত হয়েছেন। কিন্তু জয়সল কেপি-র এমন আন্তরিকতা দেখে আবেগের বাঁধ ভেঙেছে সহকর্মীদের। নেটিজেনরাও তাঁকে কুর্নিশ জানিয়েছেন।
A scene from #Thrissur in #Kerala. As some of those who were rescued found it difficult to climb onto a boat, a fisherman voluntarily kneeled down, so that they could use his back as a step. #Humanity #KeralaFlood #KeralaFloodRelief #KeralaFloods pic.twitter.com/PWZiEB9JNX
— Paul Oommen (@Paul_Oommen) August 19, 2018
আরও পড়ুন- বিপদে পড়ে ফোন, দুই নাবালিকাকে ধর্ষণ করল বন্ধুর পাঠানো লোকজনই
উল্লেখ্য, সোমবার সকাল থেকেই থেমেছে বৃষ্টি। জলস্তরও ক্রমশ নামছে। এর ফলে আরও জোর দেওয়া হয়েছে উদ্ধারকাজে। প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টার, বোটের মাধ্যমে দুর্গতদের নিরাপদ স্থানে নিয়ে আসা হচ্ছে। আকাশে পথে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণও। তবে, উদ্ধারকাজে এ ভাবে পিঠ পেতে মানবিকতার ‘পীঠস্থান’ তৈরি করল জয়সল, তা এক কথায় মেনে নিচ্ছেন নেটজেনরাই।