জোর করে রোজা ভাঙানোর অভিযোগে বিতর্কে শিবসেনার ১১ সাংসদ, হইচই সংসদে

দিল্লি: ক্যাটারিং বিভাগের এক কর্মীকে জোর করে রোজা ভাঙানোর অভিযোগ উঠল শিবসেনার সাংসদদের বিরুদ্ধে।

Updated By: Jul 23, 2014, 01:44 PM IST
জোর করে রোজা ভাঙানোর অভিযোগে বিতর্কে শিবসেনার ১১ সাংসদ, হইচই সংসদে

দিল্লি: ক্যাটারিং বিভাগের এক কর্মীকে জোর করে রোজা ভাঙানোর অভিযোগ উঠল শিবসেনার সাংসদদের বিরুদ্ধে। দিল্লির মহারাষ্ট্র সদনের এই ঘটনা ঘিরে আজ দফায় দফায় উত্তাল হয় সংসদ। অভিযোগ, খাবারের  মান নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন শিবসেনার ১১ সাংসদ। তারই জেরে আরশাদ নামে ওই ক্যাটারিং কর্মীর মুখে রুটি গুঁজে দেন তাঁরা।

আরশাদ রোজা পালন করছেন বলা সত্ত্বেও ওই সাংসদরা রুটি খাইয়ে তাঁর উপবাস ভাঙান বলে অভিযোগ। সংবাদমাধ্যমে এই ঘটনা ফাঁস হওয়ার পরই আজ বিষয়টি নিয়ে সংসদে হইচই শুরু হয়। শিবসেনার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

.