নিজের ইন্সটিটিউটে পড়ানো শুরু করবে ৬ বছরের `গুগল বয়` কৌটিল্য

বয়স মাত্র ৬। নিজের নাম কৌটিল্য। কিন্তু নিজের নামের থেকে গুগল বয় হিসেবেই বেশি পরিচিত। পঞ্চখুলাতে নিজের অ্যাকাডেমিতে এবার নিজের বয়সী ছাত্রদের ট্রেনিং ও লেকচার দেবে কৌটিল্য।

Updated By: Jun 27, 2014, 08:52 PM IST

বয়স মাত্র ৬। নিজের নাম কৌটিল্য। কিন্তু নিজের নামের থেকে গুগল বয় হিসেবেই বেশি পরিচিত। পঞ্চখুলাতে নিজের অ্যাকাডেমিতে এবার নিজের বয়সী ছাত্রদের ট্রেনিং ও লেকচার দেবে কৌটিল্য।

ছেলের নামে পঞ্চখুলার সেক্টর ৫ এ গুগল বয় অ্যাকাডেমি ফর এক্সেলেন্স খুলেছেন কৌটিল্যর বাবা সতীশ শর্মা। ভাস্করে প্রকাশিত খবর অনুযায়ী, ইন্সটিটিউটে পড়াবে কৌটিল্য আর বাকি ইন্সটিটিউট চালানোর দায়িত্ব নেবেন সতীশ। মূলত সহজে মনে রাখার পদ্ধতি ও স্মৃতিশক্তি বাড়ানোর ট্রেনিং দেওয়া হবে ইন্সটিটিউটে। চলতি বছরের জুলাই থেকেই ভর্তির প্রক্রিয়া শুরু হবে ইন্সটিটিউটে। ভর্তির সময় আইকিউ পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে আবেদনকারীদের। টানা এক সপ্তাহ ধরে চলবে পরীক্ষা। বিতর্ক, ক্যালিগ্রাফি, লজিক্যাল রিসনিং, জ্যোতির্বিজ্ঞান, স্যাটেলাইট সায়েন্স, ভূগোল, অঙ্ক, ইংরেজি ব্যাকরণ, হিন্দি ব্যাকরণ থাকবে বিষয়বস্তু হিসেবে।

হরিয়ানার কারনাল জেলার কোহান্দ গ্রামের বাসিন্দা কৌটিল্য। ভূগোল ও মহাকাশবিজ্ঞান সম্পর্কে অগাধ জ্ঞান অর্জনের পর গুগল বয় আখ্যা দেওয়া হয় তাকে। ভুবনেশ্বরের জগন্নাথ মন্দির থেকে আশীর্বাদ নিয়ে এসেই পড়ানো শুরু করবে কৌটিল্য।

.