মহারাষ্ট্রের ধুলেতে ছেলেধরা সন্দেহে ৫ জনকে পিটিয়ে মারল গ্রামবাসীরা

বাস থেকে নেমে এক জন একটি শিশুর সঙ্গে কথা বলতে এগিয়ে ‌যায়। বাজারে আসা লোকজনের ওই ব্যক্তিকে ছেলেধরা বলে সন্দেহ হয়

Updated By: Jul 1, 2018, 07:03 PM IST
মহারাষ্ট্রের ধুলেতে ছেলেধরা সন্দেহে ৫ জনকে পিটিয়ে মারল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিবেদন: গ্রামবাসীদের সন্দেহ ছেলেধরা। ভয়ঙ্কর পরিণতি হল ৫ ব্যক্তির। মহারাষ্ট্রের ধুলে জেলার ঘটনা।

গুজব ছিল, বেশকিছু ছেলেধরা শিশুদের তুলে নিয়ে ‌যাচ্ছে। আদিবাসী ধুলে থেকে তারাই বাচ্চা ছেলেমেয়েদের চুরি করছে। রবিবার ছোট্ট একটি ঘটনা আগুন দিল সেই গুজবে। এদিন সকালে রাজ্য পরিবহণ সংস্থার বাস থেকে ধুলের রানিপাড়ায় নামেন কয়েকজন ব্যক্তি। প্রকাশ্য দিবালোকে তারাই জনতার রোষের শিকার হলেন।

আরও পড়ুন-ভরদুপুরে ভূমিকম্প রাজধানীতে

পুলিস জানিয়েছে, বাস থেকে নেমে এক জন একটি শিশুর সঙ্গে কথা বলতে এগিয়ে ‌যায়। এদিন সাপ্তাহিক বাজার বসেছিল রানিপাড়ায়। ব্যাস বাজারে আসা লোকজনের ওই ব্যক্তিকে ছেলেধরা বলে সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তার ওপরে ঝাঁপিয়ে পড়ে লোকজন। ঘটনাস্থলেই ৫ জনকে পিটিয়ে মারে উত্তেজিত জনতা। মৃতদেহগুলি পুলিস উদ্ধার করে পিনপালনার হাসপাতালে নিয়ে ‌যায়।

আরও পড়ুন-গোপন ক্যামেরায় গৃহবধূর নগ্ন স্নানদৃশ্য তুলে ছড়ানো হল সোশ্যাল মিডিয়ায়

উল্লেখ্য, দক্ষিণ ভারতে সোশ্যাল মিডিয়ায় বেশকিছুদিন ধরেই একটি ভিডিও ঘুরেছ। সেখানে প্রচার করা হচ্ছে ছেলেধরারা ১৪ জন শিশুকে তুলে নিয়ে গিয়েছে। ওই গুজবের উপরে ভিত্তি করেই গুজরাত, অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র, কর্ণাটকে একের পর এক সন্দেহভাজন লোকজনকে ছেলেধরা সন্দেহে গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। এবার তা চরম আকার নিল।

.