মন্দসৌর গণধর্ষণে অভিযুক্তের মুণ্ডচ্ছেদে ৫ লক্ষের ইনাম ঘোষণা বিজেপি নেতার
সিবিআই তদন্তের দাবি করেছেন অভিযুক্তের মা।
নিজস্ব প্রতিবেদন: মন্দসৌর গণধর্ষণে অভিযুক্তের মুণ্ডচ্ছেদে ৫ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করলেন মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা। মধ্যপ্রদেশের বিজেপি নেতা সঞ্জীব মিশ্র বলেন, ''আমরা অভিযুক্তের মৃত্যুদণ্ড চাইছি। আদালত বা প্রশাসন না পারলেও আমরাই ওকে শাস্তি দেব। অভিযুক্তের মুণ্ডচ্ছেদ করে মাথা আনতে পারলে ৫ লক্ষ টাকা দেব।''
We demand capital punishment for the accused. If Court or administration is not capable of doing it, I have said I will give Rs. 5 Lakh to the person who beheads the accused and gets his head: Sanjeev Mishra, BJP on Mandsaur gang rape #MadhyaPradesh pic.twitter.com/VfZMijdtBH
— ANI (@ANI) July 1, 2018
নির্যাতিতার বাবা জানিয়েছেন, ক্ষতিপূরণ চান না তাঁরা। অপরাধীদের মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে সরকারকে। এদিকে, অভিযুক্তের মা সিবিআই তদন্তের দাবি করেছেন। তাঁর কথায়, ''আমি বিশ্বাস করি, আমার সন্তান নির্দোষ। সিবিআই তদন্ত হওয়া উচিত। দোষী প্রমাণিত হলে শাস্তি দেওয়া হোক।''
I trust he is innocent. A CBI inquiry should be conducted in the case. If he is found guilty he should be severely punished: Mother of the second accused in rape of an eight-year-old in Mandsaur. #MadhyaPradesh pic.twitter.com/t1nyO3GCDM
— ANI (@ANI) July 1, 2018
শনিবারই মন্দসৌরকাণ্ডের তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে মধ্যপ্রদেশ সরকার। মন্দসৌরের পুলিস সুপার বলেন, ''মামলাটিকে অগ্রাধিকার দিয়ে দেখছি। দ্বিতীয় অভিযুক্তকে হেফাজতে নিয়েছি। যথোপযুক্ত শাস্তি যাতে দেওয়ার তার সবরকম চেষ্টা করছি।'' গত ২৬ জুন মধ্যপ্রদেশের মন্দসৌরের হাফিজ কলোনিতে আট বছরের শিশুকে অপহরণ করে গণধর্ষণ করে আসিফ ও ইরফান। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।
আরও পড়ুন- ''আমায় ঠিক করে দাও, নইলে মেরে দাও,'' যন্ত্রণাক্লিষ্ট স্বর মন্দসৌরের ৮ বছরের শিশুর