রেল বাজেটের এখনও পর্যন্ত সবথেকে বড় ৫ ঘোষণা
সংসদে এখনও রেল বাজেট পেশ করছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। ইতিমধ্যে তিনি সবথেকে ৫ ঘোষণা যা করেছেন, সেগুলো নিচে দেওয়া হল।
Updated By: Feb 25, 2016, 01:08 PM IST
ওয়েব ডেস্ক: সংসদে এখনও রেল বাজেট পেশ করছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। ইতিমধ্যে তিনি সবথেকে ৫ ঘোষণা যা করেছেন, সেগুলো নিচে দেওয়া হল।
১) রেলে সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের আসন সংখ্যা এক লাফে ৫০ শতাংশ বাড়ানো হবে। মহিলাযাত্রীদের হেল্প লাইন নম্বর।
২) এ বছরের মধ্যেই আরও ১০০ রেলওয়ে স্টেশনে চালু হবে ওয়াই-ফাই পরিষেবা। আর আগামী বছরের মধ্যে সংখ্যাটা হয়ে যাবে ৪০০!
৩) চলতি বছরের মধ্যে ১ লক্ষ ১৭ হাজার শৌচাগার নির্মাণ করা হবে।
৪) চলতি বছরে ৪৪ টি নতুন প্রকল্পে ৯২,৭১৪ কোটি টাকা খরচ করেছে ভারতীয় রেল!
৫) ২০২০ সালের মধ্যে রক্ষীবিহীন কোনও লেভেল ক্রশিং থাকবে না!