এবার ভূমিকম্প আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে , রিখটার স্কেলে মাত্রা ৫.৪
এবার ভূমিকম্প আন্দামান-নিকোবর দ্বীপাঞ্চলে। আজ বেলা ২টো ৪৫ নাগাদ আতঙ্ক জাগিয়ে কেঁপে ওঠে ভারতের দক্ষিণ প্রান্তের দ্বীপ রাজ্য। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪।
Updated By: May 1, 2015, 04:10 PM IST
ওয়েব ডেস্ক: এবার ভূমিকম্প আন্দামান-নিকোবর দ্বীপাঞ্চলে। আজ বেলা ২টো ৪৫ নাগাদ আতঙ্ক জাগিয়ে কেঁপে ওঠে ভারতের দক্ষিণ প্রান্তের দ্বীপ রাজ্য। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪।
পোর্টব্লেয়ারের দক্ষিণ-পশ্চিমে ১৩৫ কিলোমিটার দূরে এপিসেন্টারটির সন্ধান পাওয়া গেছে। গভীরতা ১০ কিলোমিটার।
এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
গত শনিবার নেপালের ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহের মাথায় আরও একবার ভারতীয় উপমহাদেশে ভূ-কম্পন সাধারণ মানুষের মনে ভীতির জন্ম দিয়েছে।