একদিনে ৪৫টি জঙ্গলে আগুন লাগার ঘটনা উত্তরাখণ্ডে, নেমেছে বিপর্যয় মোকাবিলা দল

উত্তরাখণ্ডের Chief Minister Tirath Singh Rawat বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন।

Updated By: Apr 5, 2021, 12:24 PM IST
 একদিনে ৪৫টি জঙ্গলে আগুন লাগার ঘটনা উত্তরাখণ্ডে, নেমেছে বিপর্যয় মোকাবিলা দল

নিজস্ব প্রতিবেদন: পর পর আগুন লাগার ঘটনা ঘটেই চলেছে উত্তরাখণ্ডের জঙ্গলে। গত ছ'মাসে সেখানে ১০০০ বার আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে মাত্র শেষ ২৪ ঘণ্টাতেই আগুন লেগেছে ৪৫ বার।

উত্তরাখণ্ডের Chief Minister Tirath Singh Rawat বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। National Disaster Response Force (NDRF)-ও উত্তরাখণ্ডের government officialsদের সঙ্গে বৈঠক করেছে।

জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৩ হেক্টর জঙ্গল পুড়ে গিয়েছে। পরিস্থিতি বেশ উদ্বেগজনক। কেন্দ্রের তরফে হেলিকপ্টার এবং এনডিআরএফ জওয়ানদের  পাঠানো হয়েছে উত্তরাখণ্ডে। করবেট ন্যাশনাল পার্ক-সংলগ্ন জঙ্গলেও আগুন লাগার আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার রাত পর্যন্ত আগুন তবু কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল। কিন্তু রবিবার থেকে পরিস্থিতি খারাপ হতে থাকে।

আরও পড়ুন: পণের পুরো টাকা পান নি, ২৪ বছরের গৃহবধূকে উলঙ্গ করে মারধর শ্বশুরবাড়ির

কী ভাবে আগুন লেগেছে?

এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে অনুমান, কৃষকদের জমিতে আগুন দেওয়ার ঘটনা থেকেই কোনও ভাবে সন্নিহিত জঙ্গলে আগুন লেগে গিয়ে থাকতে পারে। 

আরও পড়ুন: ভয়ঙ্কর পরিস্থিতি; মহারাষ্ট্রে জারি নাইট কার্ফু, সপ্তাহান্তে Lockdown, ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা

.