ধর্ষক 'বাবা'কে দেখতে জেলে রাম রহিমের দুই সন্তান!

Updated By: Oct 11, 2017, 03:36 PM IST
ধর্ষক 'বাবা'কে দেখতে জেলে রাম রহিমের দুই সন্তান!

ওয়েব ডেস্ক:   কেমন আছে বাবা? দেড় মাস পর জেলে দেখতে এলেন রাম রহিমের দুই সন্তান, যশবন্ত ও অমরপ্রীত। সঙ্গে ছিলেন রাম রহিমের মা নাসিব কৌর ও জামাই। যদিও স্বামীকে দেখতে এখনও পর্যন্ত জেলে গেলেন না রাম রহিমের স্ত্রী।

বুধবার সকালে একটি ইনোভা গাড়িতে রোহতক জেলে যান নাসিব কৌর, যশবন্ত, অমরপ্রীত ও জামাই শান-ই-মিত। জেলের নিয়ম মেনেই রাম রহিমের সঙ্গে দেখা করে কথা বলেন তাঁরা। জেল সূত্রের খবর, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময়ে তার আচরণে কোনও অস্বাভাবিকত্ব লক্ষ্য করা যায়নি। জেলে যাওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হল রাম রহিমের। যদিও প্রথমবার কেবল মা একাই দেখা করতে এসেছিলেন ছেলের সঙ্গে।

আরও পড়ুন: 'আমিই মাস্টারমাইন্ড', জেরায় ভেঙে পড়লেন হানিপ্রীত

সাজা ঘোষণার পর হাজতে গিয়ে ১০ জনের একটি তালিকা কারাকর্মীদের দিয়েছিল রাম রহিম। তার ইচ্ছা ছিল, পরিবারের এই সদস্যেদের সঙ্গে যেন তাকে দেখা করতে দেওয়া হয়। সেই তালিকায় নাম ছিল 'পালিত কন্যা' হানিপ্রীতেরও। দেখা তো দূর অস্ত, ঘটনাচক্রে হানিপ্রীত এখন জেলে। তাই ইচ্ছা থাকলেও হানিপ্রীতের সঙ্গে এখনও দেখা হয়নি রাম রহিমের। 

আরও পড়ুন: নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন মিলন ধর্ষণ, ঐতিহাসিক 'সুপ্রিম' রায়

.