১৬ জন রাজ্য কমিটির সদস্য সহ ৪০০ কর্মী তৃণমূল ছেড়ে বিজেপি-তে

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে। একজন, দু'জন বা পাঁচজন নয়, একেবারে ৪০০ জন নেতাকর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপি-তে। যদিও, ঘটনাটি পশ্চিমবঙ্গে নয়। উত্তর-পূর্ব ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরাতে।

Updated By: Mar 23, 2017, 06:19 PM IST
১৬ জন রাজ্য কমিটির সদস্য সহ ৪০০ কর্মী তৃণমূল ছেড়ে বিজেপি-তে
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে। একজন, দু'জন বা পাঁচজন নয়, একেবারে ৪০০ জন নেতাকর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপি-তে। যদিও, ঘটনাটি পশ্চিমবঙ্গে নয়। উত্তর-পূর্ব ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরাতে।

ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান রতন চক্রবর্তী বলেন, ''৬৫ জন রাজ্য কমিটির সদস্যর মধ্যে ১৬ জনই দল ছেড়়েছেন।'' তিনি নিজেও তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। বিজেপি-তে যোগ দেওয়া সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাইন। উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিপ্লব দেব।   

আরও পড়ুন- আজ হঠাত্‍ই হজরতগঞ্জ থানায় হাজির যোগী আদিত্যনাথ!

রতন চক্রবর্তীর কথায়, ''রাজ্যে দীর্ঘদিনের বাম শাসনে কোনও উন্নয়ন হয়নি। অন্যদিকে, এই প্রথম উত্তর-পূর্ব ভারতে উন্নয়নের কাজে  নেমেছে কেন্দ্রীয় সরকার। তাই সেই উন্নয়নের জোয়ারের সঙ্গে থাকতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।''

প্রসঙ্গত, ২০১৮ সালে ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন রয়েছে।

.