সুপ্রিম কোর্টে ৩৭৭ ধারার বিরোধিতা পিটিশনের শুনানি আজ

সুপ্রিম কোর্টে ৩৭৭ ধারার বিরোধিতা করে পিটিশন দাখিল করেছে কেন্দ্র ও কয়েকটি সংগঠন। আজ ওই আবেদনের শুনানি রয়েছে। বিচারপতি এইচ এল দত্তা এবং এস জে মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে।

Updated By: Jan 28, 2014, 11:06 AM IST

সুপ্রিম কোর্টে ৩৭৭ ধারার বিরোধিতা করে পিটিশন দাখিল করেছে কেন্দ্র ও কয়েকটি সংগঠন। আজ ওই আবেদনের শুনানি রয়েছে। বিচারপতি এইচ এল দত্তা এবং এস জে মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে।

সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, ভারতীয় দন্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতা দন্ডনীয় অপরাধ। একইসঙ্গে সর্বোচ্চ আদালত জানায়, যতক্ষণ না সংসদ আইন করে এই ধারা লোপ করছে ততক্ষণ সমকামিতা আইনত অপরাধই থাকছে। এর আগে ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট ৩৭৭ ধারার বিরুদ্ধে রায় দিয়েছিল। ওই রায়ে বলা হয়েছিল ভারতীয় দন্ডবিধির এই ধারাটি বৈষ্যমমূলক এবং মৌলিক অধিকারের পরিপন্থী। দিল্লি হাইকোর্টের ওই রায়ের সুবাদেই সমকামী এবং রূপান্তরকামীরা তাঁদের অধিকার অর্জনের পথে এগিয়েছিলেন বলে দাবি করতেন।

.