শ্রীনগরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ ৩ জঙ্গি, মৃত ২ নাগরিক
ছট্টাবলের গাসি মহল্লা এলাকাটি ঘিরে রেখে তল্লাসি চালাচ্ছে সেনা ও জম্মু ও কাশ্মীর পুলিস।
Updated By: May 5, 2018, 04:26 PM IST
নিজস্ব প্রতিবেদন : নিরাপত্তারক্ষী-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হল ৩ জঙ্গির। সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই বাসিন্দারও। আহত হয়েছেন তিন জওয়ানও। শনিবার ৭ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে শ্রীনগরের ছট্টাবল এলাকায়। গোটা এলাকায় ঘিরে রেখেছে সেনা।
সিআরপিএফ আইজি রবিদীপ সাহী বলেন, সকালেই খবর মেলে ভারত-পাক সীমান্ত পেরিয়ে তিন জঙ্গি এলাকার একটি বিল্ডিংয়ে আত্মগোপন করে রয়েছে। খবর অনুসারে সেখানে হানা দেয় নিরাপত্তারক্ষী বাহিনী। শুরু হয় গুলির লড়াই। ৭ ঘণ্টার লড়াইয়ের পর অবশেষে নিকেশ করে তিন জঙ্গিকে। মৃত জঙ্গিদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
ছট্টাবলের গাসি মহল্লা এলাকাটি ঘিরে রেখে তল্লাসি চালাচ্ছে সেনা ও জম্মু ও কাশ্মীর পুলিস।