Delhi Flood: দিল্লিতে জমা জলে সাঁতার! মর্মান্তিক পরিণতি ৩ কিশোরের...

যমুনার জল ঢুকে পড়েছে সুপ্রিম কোর্টের কাছেও। ডুবেছে রাজঘাট। রবিবার পর্যন্ত রাজধানীতে বন্ধ স্কুল-কলেজ।   

Updated By: Jul 14, 2023, 10:26 PM IST
Delhi Flood: দিল্লিতে জমা জলে সাঁতার! মর্মান্তিক পরিণতি ৩ কিশোরের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি। সঙ্গে যমুনা নদীতে জলোচ্ছ্বাস! দিল্লিতে জমা জলে সাঁতার কাটতে দিয়ে প্রাণ গেল তিন কিশোরের। দুর্ঘটনা ঘটল শহরের উত্তর-পূর্বে মুকুন্দপুর এলাকায়।

আরও পড়ুন: Maharashtra Politics: অবশেষে শেষ হল দফতর বণ্টন, দেখে নিন কে পেলেন কোন দায়িত্ব

পুলিস সূত্রে খবর, মৃতেরা হল পীষূষ, নিখিল ও আশিষ। তাদের সকলেরই বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। বাড়ি, দিল্লির জাহাঙ্গিরপুর এলাকার এইচ ব্লকে। ঘড়িতে তখন সাড়ে চারটে। এদিন বিকেলে মুকুন্দপুর এলাকা নির্মীয়মাণ মেট্রো প্রকল্পের জায়গায় জমা জলের স্নান করতে নামে ওই তিন কিশোর। এরপর যখন সাঁতার কাটার চেষ্টা করে, তখন তলিয়ে যায় তিনজনই! হাসপাতালে নিয়ে গেলে, তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এদিকে অত্যাধিক বৃষ্টির কারণে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদী। ১৯৭৮ সালে বর্ষায় যমুনার জলস্তর ছিল ২০৭.৪৯ মিটার। সেই রেকর্ড ভেঙে গিয়েছে ইতিমধ্যেই। বস্তুত, বৃহস্পতিবার যমুনার জল ঢুকে গিয়েছিল লালকেল্লা। শুক্রবার যমুনার জল ঢুকে পড়েছে সুপ্রিম কোর্টের কাছেও। ডুবেছে রাজঘাট। বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় যানজটে নাকাল হচ্ছেন বাসিন্দারা। রবিবার পর্যন্ত রাজধানীতে বন্ধ স্কুল-কলেজ। 

আরও পড়ুন: PM Modi: ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদী, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে গড়লেন নজির

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.