Maharashtra Politics: অবশেষে শেষ হল দফতর বণ্টন, দেখে নিন কে পেলেন কোন দায়িত্ব

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সাতটি গুরুত্বপূর্ণ মন্ত্রক এনসিপিকে দেওয়া হয়েছে। এখন এনসিপির কোটার দায়িত্বে রয়েছে পরিকল্পনা, নারী ও শিশু উন্নয়ন, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন, খাদ্য ও নাগরিক সরবরাহ, সমবায় সমিতি এবং চিকিৎসা শিক্ষা মন্ত্রক। এনসিপি নেতা ধনঞ্জয় মুন্ডেকে মহারাষ্ট্রের নতুন কৃষিমন্ত্রী করা হয়েছে।

Updated By: Jul 14, 2023, 06:08 PM IST
Maharashtra Politics: অবশেষে শেষ হল দফতর বণ্টন, দেখে নিন কে পেলেন কোন দায়িত্ব

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহারাষ্ট্রের 'ট্রিপল ইঞ্জিন সরকার'-এ অবশেষে মন্ত্রক বণ্টন করা হয়েছে। নবনিযুক্ত ডেপুটি সিএম অজিত পাওয়ার তার কাকা শরদ পাওয়ারকে ছেড়ে সম্প্রতি মহারাষ্ট্র সরকার যোগ দিয়েছিলেন। তাঁকে অর্থ মন্ত্রণাকের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সময়ে, অজিত পাওয়ারের সঙ্গে মহারাষ্ট্র সরকারে যোগদানকারী প্রবীণ নেতা ছগন ভুজবলকে খাদ্য সরবরাহ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। শিবসেনার (একনাথ শিন্ডের দল) আবদুল সাত্তার এবং সঞ্জয় রাঠোড়ের কৃষি ও এফডিএ বিভাগ অজিত পাওয়ার গোষ্ঠীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: PM Modi: ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদী, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে গড়লেন নজির

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আব্দুল সাত্তারকে সংখ্যালঘু উন্নয়ন এবং সঞ্জয় রাঠোরকে জল সংরক্ষণ দফতর দেওয়া হয়েছে।

কার ভাগে কোন মন্ত্রক?

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সাতটি গুরুত্বপূর্ণ মন্ত্রক এনসিপিকে দেওয়া হয়েছে। এখন এনসিপির কোটার দায়িত্বে রয়েছে পরিকল্পনা, নারী ও শিশু উন্নয়ন, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন, খাদ্য ও নাগরিক সরবরাহ, সমবায় সমিতি এবং চিকিৎসা শিক্ষা মন্ত্রক। এনসিপি নেতা ধনঞ্জয় মুন্ডেকে মহারাষ্ট্রের নতুন কৃষিমন্ত্রী করা হয়েছে।

আরও পড়ুন: Chandrayaan-3: অবশেষে প্রতীক্ষার অবসান! ১৪ জুলাই দুপুরে চন্দ্রযান-৩ ছুটবে চাঁদের দিকে...

একই সঙ্গে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে অদিতি তাটকরেকে। দিলীপ ভালসে পাতিল সমবায় দফতরের দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিত্ব নিয়ে শিন্ডে গোষ্ঠী এবং অজিত পাওয়ার গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ছিল, যার সমাধান এখন হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.