১৩ প্রাকৃতিক বিপর্যয়ের ত্রিফলা- উত্তরাখণ্ডে বন্যা, ওড়িশায় ঘূর্ণিঝড়, অন্ধ্রে হেলেন

২০১৩ দেশ সাক্ষী থাকল ত্রিফলা প্রাকৃতিক বিপর্যয়ের--

জুনের মাঝে দেশের পুণ্যতীর্থ উত্তরাখণ্ডে বন্যার রোষে ধুয়ে গেল গোটা অঞ্চল। সেইসঙ্গে বন্যার কবলে পড়ল উত্তর ভারতও। উত্তরাখণ্ডের বন্যায় মারা গেলেন প্রায় সাড়ে ৯০০ মানুষ। নিঁখোজ কয়েক হাজার।

অক্টোবরে দুর্গাপুজোর সময় ঘূর্ণিঝড় ফাইলিনের দাপটে লন্ডভন্ড হয়ে গেল ওড়িশা ও অন্ধ্র উপকুল। প্রায় সাড়ে পাঁচ লোককে সরিয়ে নেওয়া হল নিরাপদ জায়গায়। তবে প্রকৃতির বিরুদ্ধে লড়ে প্রশাসন সুনাম পেল।

নভেম্বরে শেষের দিকে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ে সাইক্লোন হেলেন। সঙ্গে নিজের শক্তি দেখায় ঘূর্ণিঝড় হেলেন। প্রাণহানি হয় ২৫ জনের।

English Title: 
2013 triple nature disaster of india
Home Title: 

১৩ প্রাকৃতিক বিপর্যয়ের ত্রিফলা- উত্তরাখণ্ডে বন্যা, ওড়িশায় ঘূর্ণিঝড়, অন্ধ্রে হেলেন

No
18823
Is Blog?: 
No
Section: