২০১৩ বাবা-মা: ঘাতক রূপে, প্রচারমাঝে

নিজেদের সম্মান বাঁচাতে মেয়েকে নিশৃংসভাবে খুন করেছে বাবা-মা। আরুষি হত্যা মামলায় রাজেশ তলোয়ার ও নুপূর তলোয়ারকে দোষী সাব্যস্ত করে এমন কথাই পরিষ্কার রায় দিয়ে জানায় আদালত। চলতি বছর এই ঘটনায় একেবারে স্তম্ভিত হয়ে যায় দেশ।

Updated By: Dec 24, 2013, 03:23 PM IST

নিজেদের সম্মান বাঁচাতে মেয়েকে নিশৃংসভাবে খুন করেছে বাবা-মা। আরুষি হত্যা মামলায় রাজেশ তলোয়ার ও নুপূর তলোয়ারকে দোষী সাব্যস্ত করে এমন কথাই পরিষ্কার রায় দিয়ে জানায় আদালত। চলতি বছর এই ঘটনায় একেবারে স্তম্ভিত হয়ে যায় দেশ।

এ বছরই আবার ইংল্যান্ডের রাজপরিবারে এল নতুন অতিথি। ২৩ জুলাই উইলিয়াম যুবরাজ উইলিয়াম আর কেটের পুত্র সন্তান ভূমিষ্ঠ হল৷ ব্রিটিশ রাজপরিবারের এই নতুন সদস্য সিংহাসনের তৃতীয় উত্তরসূরি হতে চলেছে৷ রাজ পরিবারে এই নতুন সন্তানের জন্ম ঘিরে গোটা বিশ্বে আগ্রহের ঢেউ বইছিল। একজন সন্তানের জন্ম ঘিরে এর আগে এত আগ্রহ দেখা যায়নি।

.