পাঁপড়ভাজার মত ভেঙে যাচ্ছে ২০০০ টাকার নোট!
প্রথমে জিপিএস, তারপর রেডিওঅ্যাক্টিভ ইঙ্ক! জলে ধুয়ে রং উঠে যাওয়ার গল্প। আর এখন আবার ২০০০ টাকার নোট নিয়ে নতুন 'উত্পাত'। নতুন নোট নাকি পাঁপড়ভাজার মত ভেঙে যাচ্ছে! ঘটনাটি ঘটেছে কেরালায়।
ওয়েব ডেস্ক : প্রথমে জিপিএস, তারপর রেডিওঅ্যাক্টিভ ইঙ্ক! জলে ধুয়ে রং উঠে যাওয়ার গল্প। আর এখন আবার ২০০০ টাকার নোট নিয়ে নতুন 'উত্পাত'। নতুন নোট নাকি পাঁপড়ভাজার মত ভেঙে যাচ্ছে! ঘটনাটি ঘটেছে কেরালায়।
কেরালার ব্যাঙ্ক থেকে ৫টি ২০০০ টাকার নোট তোলেন এক ভদ্রমহিলা। সেই নোট বাড়ি নিয়ে যাওয়ার কিছু পর থেকেই দেখা যায়, নোটগুলি ধার থেকে ভাঙতে শুরু করেছে। পাঁপড়ভাজার মত ভেঙে যাচ্ছে নোটগুলি। দেখুন সেই ছবি-
New Rs 2000 note crumbles within hours of withdrawal. Symbolic? #demonetization ( LT @pujamehra ) pic.twitter.com/IWq09TYrzA
— Vijay Sankaran (@vijaysankaran) December 15, 2016
এদিকে ব্যাঙ্কে যোগাযোগ করা হলে, অভিযোগ, তারা সেগুলি ফেরত নিতে অস্বীকার করে। এখন এই 'ভাঙা' নোট নিয়ে ওই মহিলা কী করবেন, সেটারই কূল কিনারা ভেবে পাচ্ছেন না। আরও পড়ুন, আপনি পেটিএম করলে এই খবরটি অবশ্যই জানুন