কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালাছে ২০০ সন্ত্রাসবাদী: সেনা

সীমান্তে কাঁটাতার পেড়িয়ে ভারতে ঢোকার মরীয়া প্রচেষ্ঠা চালাচ্ছে সন্ত্রাসবাদীরা। কাশ্মীর উপত্যাকায় আসা ভয়াবহ বন্যার সুযোগ নিয়ে প্রায় ২০০  জন জঙ্গি অনুপ্রবেশের চেষ্ঠা চালাচ্ছে বলে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে। তাঁদের কাছে ভারি অস্ত্রশস্ত্র রয়েছে বলে জানিয়েছে সেনা।

Updated By: Sep 20, 2014, 08:23 PM IST
কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালাছে ২০০  সন্ত্রাসবাদী: সেনা

শ্রীনগর: সীমান্তে কাঁটাতার পেড়িয়ে ভারতে ঢোকার মরীয়া প্রচেষ্ঠা চালাচ্ছে সন্ত্রাসবাদীরা। কাশ্মীর উপত্যাকায় আসা ভয়াবহ বন্যার সুযোগ নিয়ে প্রায় ২০০  জন জঙ্গি অনুপ্রবেশের চেষ্ঠা চালাচ্ছে বলে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে। তাঁদের কাছে ভারি অস্ত্রশস্ত্র রয়েছে বলে জানিয়েছে সেনা।

লেফটেনেন্ট জেনারেল সুব্রত সাহা সংবাদ সংসস্থা পিটিআইকে জানিয়েছেন, ""কাশ্মীর উপত্যাকায় অনুপ্রবেশের জন্য সীমান্তে অপেক্ষা করে রয়েছে প্রায় ২০০ জন জঙ্গি।'' তাঁর কথায় বন্যার সুযোগ নিয়েই অনুপ্রবেশকারীরা ঢোকার চেষ্ঠা করছে।

সেনা জওয়ানদের তাঁদের বাধা দেওয়ার  জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  বন্যার জেরে সীমান্ত লাগোয়া এলাকায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন সেনা আধিকারিক।

 

.