সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ ২, বান্দিপোরায় পুলিসের টহলদারি গাড়িতেও হামলা
ওয়েব ডেস্ক : সোপিয়ানে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। ইতিমধ্যেই শহিদ হয়েছেন দুই সেনা জওয়ান। আহত আরও তিন জন। আহতদের মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদা ক্রমের অফিসারও রয়েছেন। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।
সূত্রের খবর, শনিবার রাত থেকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে শুরু হয় গুলির লড়াই। গোটা এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী। মনে করা হচ্ছে, তিনজন জঙ্গি আটকে রয়েছে। শনিবার গোপন সূত্র মারফত খবর আসে, সোপিয়ান জেলার আওনীরা গ্রামে আত্মগোপন করে রয়েছে দুই থেকে তিনজন জঙ্গি। এরপরই রাজ্য পুলিস, রাষ্ট্রীয় রাইফেলস ও আধা সামরিক বাহিনী ঘিরে ফেলে গোটা গ্রাম। শুরু হয় গুলির লড়াই।
অসমর্থিত সূত্রের খবর, সেনার গুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত সরকারিভাবে এবিষয়ে কিছু জানানো হয়নি। অন্যদিকে আরও জানা গেছে, সেনার সঙ্গে সংঘর্ষে আওনীরা গ্রামে আহত হয়েছেন ৭ জন স্থানীয় বাসিন্দা। সেনা গ্রাম ঘিরে ফেলার পরই বেষ্টনী ভাঙার চেষ্টা করে গ্রামের যুব সম্প্রদায়। তখনই সংঘর্ষ বাঁধে।
পাশাপাশি, বান্দিপোরার হাজিন এলাকায় পুলিসের টহলদারি গাড়ির উপর হামলা চালায় আরেকদল জঙ্গি। আহত হয়েছেন দুজন পুলিসকর্মী।
Two police personnel injured after terrorists attacked a police party in Bandipora's Hajin (J&K). Ops continue (visuals deferred) pic.twitter.com/I57189ztoX
— ANI (@ANI) August 13, 2017
আরও পড়ুন, গোরক্ষপুরে শিশু মৃত্যু বেড়ে ৬৩, গাফিলতির অভিযোগে বরখাস্ত হাসপাতাল সুপার