বারামুলায় জঙ্গিদের অতর্কিত হামলা, গুলির লড়াইয়ে শহিদ ২ CRPF জওয়ান-সহ এক পুলিস কর্মী

জম্মু-কাশ্মীর পুলিসের তরফে জানানো হয়েছে, বারামুলার ক্রিরি এলাকায় টহল দেওয়ার সময় জঙ্গিরা অতর্কিত হামলা চালায়

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Aug 17, 2020, 11:22 AM IST
বারামুলায় জঙ্গিদের অতর্কিত হামলা, গুলির লড়াইয়ে শহিদ ২ CRPF জওয়ান-সহ এক পুলিস কর্মী
ছবি- এএনআই

নিজস্ব প্রতিবেদন: স্বাধীনতা দিবসের আগের দিনই শ্রীনগরের নওগাম এলাকায় জঙ্গি হামলায় শহিদ হন ২ পুলিসকর্মী। ফের ৩ দিনের মাথায় জঙ্গি হামলা। সোমবার বারামুলা জেলায় জঙ্গি ও নিরাপত্তা রক্ষীর গুলি লড়াইয়ে মৃত্যু হলো সিআরপিএফ-এর ২ জওয়ান এবং এক পুলিস কর্মী।

জম্মু-কাশ্মীর পুলিসের তরফে জানানো হয়েছে, বারামুলার ক্রিরি এলাকায় টহল দেওয়ার সময় জঙ্গিরা অতর্কিত হামলা চালায়। পাল্টার গুলির জবাব দিয়েছে সিআরপিএ এবং জম্মু-কাশ্মীরের যৌথ নিরাপত্তা রক্ষীরা। তাতে শহিদ হন সিআরপিএফ-এর ২ জওয়ান এবং স্পেশ্য়াল পুলিস অফিস (এসপিও) পদস্থ অফিসার।

আরও পড়ুন- সংসদ ভবনে 'বড়' আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

উল্লেখ্য, গত ১৪ অগস্ট নওগ্রামে একই কায়দায় অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। রুদ্ধশ্বাস গুলির লড়াইয়ে শহিদ হতে হয় ২ পুলিস কর্মীকে। গুরুতর আহত হন একজন।  

.